January 12, 2025

কুমারগঞ্জে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ

1 min read
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)7ই জুলাই:-কুমারগঞ্জে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের কুমারগঞ্জ থানায় l দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার এক ষোলো বছরের নাবালিকা কে ধর্ষণের অভিযোগ দায়ের করলো তার পরিবার l ঘটনার সূত্রপাত গত 5 তারিখ আনুমানিক বেলা দুপুর  এগারোটা নাগাদ  কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামের অভিযুক্ত মামুন মন্ডল,পিতা-আনারুল মন্ডল ওই গ্রামের প্রতিবেশী এক ষোড়শী নাবালিকা কে ফুসলিয়ে গ্রামের পার্শবর্তী পাট খেতে নিয়ে যায় l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সেখানে অভিযুক্ত বলপূর্বক নাবালিকাটিকে ধর্ষণ করে বলে অভিযোগ l বৈকালে বাড়ি ফিরে নাবালিকাটি তার পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায় l প্রাথমিক স্তরে গ্রাম্য মাতব্বরেরা মিটিয়ে ফেলার চাপ দেয়ায় নির্যাতিতার পরিবার  অভিযোগ জানাতে পারেন নি সেদিন l আজ নাবালিকার পরিবারের লোকেরা খুব সকালে এসে কুমারগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় l অভিযোগ পাওয়া মাত্রই কুমারগঞ্জ থানার পুলিশ সাব ইন্সপেক্টর নিখিল দাস ও এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর দেবাশীষ আচার্যীর তৎপরতায় অভিযুক্ত গা ঢাকা দেবার পূর্বেই অভিযুক্ত মামুন মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় l অভিযুক্তের বিরুদ্ধে পস্কো এক্ট এর ছয় নং ধারা অনুযায়ী কেস চালু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কেস নং-136/18..  এপ্রসঙ্গে কুমারগঞ্জ থানার সাব ইন্সপেক্টর নিখিল দাস জানান ,অভিযোগ পাওয়া মাত্রই অতি দ্রুততার সাথে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি l অভিযুক্তের বিরুদ্ধে পস্কো এক্ট এ কেস চালু হয়েছে l অভিযুক্তকে আজই বালুরঘাট জেলা আদালতে তোলা হবে l এছাড়াও গত 6ই জুলাই কুমারগঞ্জ থানার সাফানগর থেকে তেরো বছরের এক নাবালিকা নিখোঁজ এর অভিযোগ দায়ের হয়েছিল কুমারগঞ্জ থানায় l বিশেষ সোর্স লাগিয়ে মাত্র একদিনের মধ্যেই কুমারগঞ্জ থানার পুলিশ সাব ইন্সপেক্টর চন্দন ব্যানার্জির নেতৃত্বে নিখোঁজ নাবালিকাটিকে উদ্ধার করে l এপ্রসঙ্গে চন্দন বাবু জানান মেয়েটিকে গতকাল রাতে কুমারগঞ্জ এর দিসনগর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে l আজ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তাকে তুলে দেয়া হবে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *