January 12, 2025

নিজের গায়ে পেট্রল ঢেলে আত্ম হত্যার পথ বেছে নেয় এক যুবক কুমারগঞ্জে

1 min read
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)8ই জুলাই:-সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক বিজেপি হওয়ায় দোকান উচ্ছেদে নামলো শাসক গোষ্ঠীর কিছু নেতৃত্ব বলে অভিযোগ l প্রসঙ্গত কুমারগঞ্জের রামকৃষ্ণপুর পঞ্চায়েতের  সাহাপুকুর বাস স্ট্যান্ডে একটি চায়ের দোকান  চালান  মামুন মন্ডল নাম এক যুবক l স্থানীয় লোকজনের মতে সেই দোকানটি PWD এর জায়গায় অবস্থিত l দীর্ঘদিন ধরে ওই জায়গায় চায়ের দোকান করে সংসার চালাচ্ছেন স্থানীয় সাহাপুকুর গ্রামের যুবক  মামুন l আজ সকালে স্থানীয় একটি মাদ্রাসা  কমিটির বৈঠক বসে এবং বৈঠক শেষে স্থানীয় কুমারগঞ্জ ব্লকের কিছু শাসক গোষ্ঠীর নেতা মামুনকে নির্দেশ দেয় তার দোকান ভেঙে ফেলার l তাদের বক্তব্য ওই দোকানটি সরকারি জায়গায় নয় ,দোকানটি রয়েছে মাদ্রাসার জায়গায় l অতঃপর মামুন দোকান উচ্ছেদ করতে আসা লোকজনদের হাতেপায়ে ধরে মিনতি করে তার দোকান যাতে ভেঙে ফেলা না হয় l কিন্তু উচ্ছেদকারীরা তার কোনো কোথায় কর্ণপাত না করে দোকান উচ্ছেদ করতে উদ্ধত হয় বলে অভিযোগ l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 গরিব পরিবারের মামুন অগত্যা কোনো উপায়ন্তর না দেখে নিজের গায়ে পেট্রল ঢেলে আত্ম হত্যার পথ বেছে নেয় l স্থানীয় সাহাপুকুর গ্রামের মানুষজন তখন পরিস্থিতি বেগতিক দেখে ছুটে এসে মামুনকে অগ্নি সংযোগের হাত থেকে কোনো মতে বাচায় l কুমারগঞ্জ থানায় ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় লোকজন ফোন করে সব জানালে অতি দ্রুত কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুন কে উদ্ধার করে নিয়ে আসে কুমারগঞ্জ থানায় l   ঘটনা প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসীরা জানান মামুন বছর আঠারোর একযুবক ,সংসারের পুরো দায়িত্ব নিজ কাঁধে তুলে পরিবারকে বাঁচানোর জীবনী সংগ্রাম করছে ওই ছোট্ট একটি চায়ের দোকানচালিয়ে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তার বাবা মা ভীষণ অসুস্থ ,একটি বোন কে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পড়াচ্ছে l তার দোকানটিও pwd এর জায়গার ওপর ,মাদ্রাসা কমিটির সম্পাদক ও অন্যান্যরা আজ তার দোকান মাদ্রাসার জায়গায় রয়েছে এই অজুহাত দেখিয়ে উচ্ছেদ করতে গেলে মামুন আত্মহত্যার পথ বেছে নেয় l নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান স্থানীয় এক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার দুর্নীতি ও দুর্ব্যবহারে অতিষ্ট হয়ে সংখ্যা লঘু অধ্যুষিত এই গ্রামের মানুষ জন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তে যোগদান করে এবং ওই সংসদে বিজেপি প্রার্থী বিপুল ভোট জয়লাভ করে l তার প্রতিশোধ নিতেই শাসক শিবিরের কতিপয় নেতা এমন ঘৃণ্য কাজে নেমেছে l এপ্রসঙ্গে মাদ্রাসা কমিটির সম্পাদক ও এবারের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী আজাদ  আলী মন্ডল এর সাথে যোগাযোগ করা হলে উনি জানান ওই জায়গাটি মাদ্রাসার দখলে থাকা জায়গা ,মামুন এক প্রকার জবর দখল করে রয়েছে l এর পূর্বে আমরা কুমারগঞ্জ থানায় এবিষয়ে অভিযোগ জানিয়ে ছিলাম ,তখন মামুন তার দোকান অন্যত্র সরিয়ে নেয়ার অঙ্গীকার করেছিল কিন্তু পরবর্তীতে সে তার নিজের কথা খেলাপ করে l আজ মাদ্রাসা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ওই জায়গায় মাদ্রাসার একটি অফিসে করা হবে l মিটিং শেষে আমরা মামুন কে আমাদের সিদ্ধান্তের কথা জানাই এবং তাকে তিন দিনের মধ্যে দোকান সরিয়ে নেবার অনুরোধ করা হয় l এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে যাই l পরবর্তীতে কি হয়েছে জানা নেই l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *