প্রয়াত দুই বিজেপি নেতার স্মৃতিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় শহীদ দিবস পালন বিজেপির
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুতাহার কামাল চোপড়া: প্রয়াত দুই বিজেপি নেতার স্মৃতিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় শহীদ দিবস পালন বিজেপির।উপস্থিত রাজ চোপড়ায় বিজেপির দুই নেতার মৃত্যুর এক বছর পর শহীদ দিবস পালন করলো বিজেপির রাজ্য নেতৃত্ব।রবিবার চোপড়া থানার চুয়াগাড়ি চৌরঙ্গী মোড়ে এই সভায় এসে নিহত দুই নেতা অরেন সিং ও আমিরুল ইসলামের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও কিষান মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল।পাশাপাশি এক বছর আগে বিরোধীদের গুলিতে পঙ্কজ ঘোষ নামে জখম এক কর্মী যিনি এখনও চিকিৎসাধীন তার পরিবারের হাতেও প্রয়োজনীয় ওষুধ ও অর্থ তুলে দেওয়া হয়।বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল জানান,এদিন থেকেই রায়গঞ্জ ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য নির্বাচনী প্রচার ও প্রস্তুতি শুরু হচ্ছে।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক নির্মল দাম,জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন এবং শাহীন আখতার প্রমুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});