October 11, 2024

মাধ্যমিকে কালিয়াগঞ্জ ব্লকে ছেলে ও মেয়েদের মধ্যে প্রথম তীর্থঙ্কর ও প্রেয়সী

1 min read

মাধ্যমিকে কালিয়াগঞ্জ ব্লকে ছেলে ও মেয়েদের মধ্যে প্রথম তীর্থঙ্কর ও প্রেয়সী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ মে:মাধ্যমিকের ফলাফল বৃহস্পতিবার সকালে প্রকাশ হলে ছাত্র ছাত্রীদের মধ্যে ফলাফল জানার জন্য কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা ভীড় জমায়। জানা যায় এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তীর্থঙ্কর বসু।যার প্রাপ্ত নম্বর ৬৭৬ বলে জানালেন সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত দত্ত। তিনি বলেন তীর্থঙ্কর পড়াশোনায় প্রথম থেকেই খুব ভালো।

 

দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বলেন তাদের বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১২৩ জন।যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন।অপর দিকে মেয়েদের মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কালিয়াগঞ্জ মনোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রেয়সী পাল। তার প্রাপ্ত নম্বর ৬৭১ ।কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী ভট্টাচার্য বলেন তাদের বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১০৩ জন।যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ জন।

 

 

প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী ভট্টাচার্য জানান বিদ্যালয়ের ছাত্রী প্রেয়সী পাল প্রথম থেকেই পড়াশোনায় ভালো।আমাদের বিদ্যালয়ের অনেকেরই ধারণা ছিল মাধ্যমিকে রাজ্যের মধ্যে হয়তোবা কিছু হলেও হতে পারে।আমরা আশাবাদী প্রেয়সী নিশ্চয়ই আগামীতে আরো অনেক ভালো রেজাল্ট করে আমাদের সবার ও বিদ্যালয়ের মুখ উজ্বল করবে।কালিয়াগঞ্জ শহর ও ব্লকের অন্যান্য বিভিন্ন বিদ্যালয়ের ফলাফল নিম্নরূপ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অরিত্র বর্মন পেয়েছে ৬৭৫,মিলনময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী আরোনা মহাজন পেয়ে ৬৪১,তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভ মাহা তো পেয়েছে ৬২৪, কুনোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কৃষ্ণা রায় তার প্রাপ্ত নম্বর পেয়েছে ৬১৫. পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র বঙ্কিম চন্দ্র সরকার পেয়েছে ৬৫৪, জিন গাও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক পেয়েছে ৬৪৫,বরুণা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী টুম্পা দেবশর্মা তার প্রাপ্ত নম্বর ৬২৪ ।তবে আরো কয়েকটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের ফলাফল আমাদের হাতে না আসার কারনে সেইসব বিদ্যালয়ের ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *