December 21, 2024

রাধিকাপুরর টাঙ্গন নদী থেকে অবৈধ উপায়ে বালি পাচারের অভিযোগে বালি ভর্তি দুটি ট্রাক্টর আটক

1 min read

রাধিকাপুরর টাঙ্গন নদী থেকে অবৈধ উপায়ে বালি পাচারের অভিযোগে বালি ভর্তি দুটি ট্রাক্টর আটক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ মে:ভারত_বাংলাদেশ সীমান্তের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকপুরের টাঙ্গন নদী থেকে অবৈধ উপায়ে বালি পাচারের অভিযোগে কালিয়াগঞ্জ থানার পুলিশ বালি ভর্তি দুটি ট্রাক্টর আটক করলো শনিবার সন্ধ্যায়।লোকসভা নির্বাচনে পুলিশ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফাঁকে কালিয়াগঞ্জ ব্লকের বালি মাফিয়ারা সুযোগ বুঝে তার সদ্ব্যবহার করে।

এদিকে টাঙ্গন নদীর অবৈধ বালি মাফিয়াদের রুখতে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জির সাথে কালিয়াগঞ্জ ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে বলে জানা যায়। জানা যায় কালিয়াগঞ্জ শহরে একটি বালি মাফিয়া চক্র রাতের অন্ধকারে টাঙ্গন নদী থেকে অবৈধ উপায়ে বালি চুরির কাজ করে থাকে। যার সাথে যুক্ত আছে নাকি এলাকার শাসক দলের নেতৃত্ব।জানা যায় শনিবার রাতে দুটি বালি বোঝাই ট্রাক্টর পুলিশ আটক করলেও ট্রাক্টরের চালকদের পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়নি এখনো।পুলিশ সূত্রে জানা যায় খুব শীগ্রই দুই ট্রাক্টর চালককে গ্রেপ্তার করার তৎপরতা চলছে।ভারত_ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাধিকাপুর এলাকার বাসিন্দাদের বক্তব্য সীমান্তের টাঙ্গন নদী থেকে বালি মাফিয়ারা যে ভাবে সরকারের রয়ালিটি ফাঁকি দিয়ে নিজের ফুলে ফেঁপে উঠছে সেটা অবিলম্বে বন্ধ করা দরকার।অন্য দিকে ব্যাপক ট্রাক্টরের যাতায়াতের কারনে কালিয়াগঞ্জ_রাধিকাপুর সড়কের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।যা এখুনি বিশেষ উপায়ের মাধ্যমে বন্ধ করা প্রশাসনের উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *