পূর্ব রামপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে তিনটি ঘর সহ প্রচুর টাকার ধান পাট গম পুরে ছাই, ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি
1 min readপূর্ব রামপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে তিনটি ঘর সহ প্রচুর টাকার ধান পাট গম পুরে ছাই, ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ মে: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধণকোল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব রামপুরে একটি বিধ্বংসী অগ্নি কান্ড এর ফলে তিন তিনটি বাড়ি পুরে ছাই হয়ে যায়।শুধু তাই নয় তিন বাড়িতে থাকা প্রচুর পরিমাণ ধান,পাট,সরিষা,গম আগুনে পুরে শেষ হয়ে যায়।
জানা যায় পূর্ব রামপুরের বাসিন্দা মোস্তাক আলী,মমিনুল হক,মোকতাল হোসেন নামে তিন ভাইয়ের তিনটি ঘরই আগুনে ভস্মীভূত হয়।সন্ধ্যার দিকে আগুন লাগলে সাথে সাথে কালিয়াগঞ্জ দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্বের মধ্যে আনেন।কালিয়াগঞ্জ থানার পুলিশও আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায়।আগুন লাগার প্রকৃত কারন এখনো জানা যায়নি।পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।যদিও মৃত্যুর মত কোন ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা যায়।