রাত পোহালেই ভোট,রায়গঞ্জ লোকসভা আসনের ভোট কর্মীরা রায়গঞ্জ পলিটেকনিকের ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটের সরঞ্জাম নেবার প্রস্তুতি তুঙ্গে
1 min readরাত পোহালেই ভোট,রায়গঞ্জ লোকসভা আসনের ভোট কর্মীরা রায়গঞ্জ পলিটেকনিকের ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটের সরঞ্জাম নেবার প্রস্তুতি তুঙ্গে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ এপ্রিল:রাত পোহালেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে নির্বাচন কর্মীদের মধ্যে। জেলার রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে সকাল থেকে দেখা যায় ভোট কর্মীরা তারা তাদের নিজস্ব সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে ব্যস্ত ভোট কর্মীরা জানান পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক এই দেশে এই ভোট উৎসবে ভোট নিতে যাওয়াটা একটা আলাদায় অনুভূতি।
তাই ভোট নিতে যাওয়ার জন্য সকাল-সকাল বাড়ি থেকে বেরিয়ে এই ডিসিআরসি সেন্টারে চলে এসেছি রায়গঞ্জে। জানা যায় এবার১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫ জন ভোটার মোট 20 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মত এর মধ্যে মহিলা ভোটার ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০জন ও পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার ৮৩৭ জন।তৃতীয় লিঙ্গের ভোটার ৮৮ জন ।এবার মোট বুথ 1730 টি এছাড়া
মডেল বুথ ১১ টি।মোট ভোট কর্মী সংখ্যা আট হাজার ৮৪ জন ।এবার স্পর্শকাতর বুথ ২১০এরমধ্যে ইসলামপুর মহকুমা ১১১ টি৯৯ টি স্পর্শকাতর বুথ রায়গঞ্জ মহকুমায়। এবারমোট কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকছে ১১১ কোম্পানি।ওমোট রাজ্য পুলিশ চার হাজার। জানা যায় প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান সব বুথেই ক্যামেরা ও ওয়েব কাস্টিং করার ব্যবস্থা থাকছে।