দ্বিতীয় দফার ভোটের প্রচারে রায়গঞ্জ হাই ভোল্টেজ আসনের বিজেপির প্রার্থী কার্তিক পাল সাইকেল নিয়ে প্রচারে
1 min readদ্বিতীয় দফার ভোটের প্রচারে রায়গঞ্জ হাই ভোল্টেজ আসনের বিজেপির প্রার্থী কার্তিক পাল সাইকেল নিয়ে প্রচারে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৪ শে এপ্রিল:ভোট ভোট আর ভোট।সেই ভোট দেবার আবেদনের সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত।দ্বিতীয় দফায় ভোট প্রচারের শেষ দিন বুধবার উত্তর দিনাজপুর জেলার লোক সভা আসনের প্রার্থীদের মুল সুর ভোট দেবার আবেদন এক রকম হলেও ভোট প্রচারের কৌশল এক এক জন প্রার্থীর এক এক ধরনের দেখা যায়।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল বুধবার দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন বুধবার সাইকেলে চড়ে গোটা কালিয়াগঞ্জ শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় একরকম চষে বেড়ালেন।কার্তিক পাল বলেন বেশ কিছু দিন শুধু মানুষ আর মানুষ তাদের নিয়েই কথা বার্তা।তিনি বলেন জনতা জনার্দন এর সাথে কথা বলে যা মনে হয়েছে তাতে আমার জয় নিশ্চিত বলেই আমি মনে করি।এদিকে বসে ছিল না বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ(ভিক্টর)।তিনি আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে করণদিঘী এবং চকুলিয়ায় নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ঝর তুললেন বলে জানা যায়।