দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ দিনে কালিয়া গঞ্জে কৃষ্ণ কল্যাণীর প্রচারে ঝর তুললো দেবের রোড শো
1 min readদ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ দিনে কালিয়া গঞ্জে কৃষ্ণ কল্যাণীর প্রচারে ঝর তুললো দেবের রোড শো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ শে এপ্রিল:রায়গঞ্জ লোকসভা আসনে দ্বিতীয় দফা নির্বাচনের শেষ দিন ছিল বুধবার।আগামী শুক্রবার নেওয়া হবে ভোট।বুধবারের প্রচন্ড দাবদাহের দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কালিয়াগঞ্জে রোড শো করলেন টলিউড তারকা দেব।
দেবকে দেখার জন্য কালিয়াগঞ্জ শহরের শিমুল তলা থেকে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় পর্যন্ত এই রোড শোতে অভি নেতা দেবকে দেখবার জন্য,তার সাথে একটু হাত মিলাতে এবং তার সাথে সেলফি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পরে।বিশেষ করে যুবক যুবতীরা দেবকে দেখার জন্য ভিড় করে।দেবের রোড শোতে পা মেলায় কালিয়াগঞ্জের পৌরপিতা রাম নিবাস সাহা,উপপৌর পিতা ঈশ্বর রজক,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সহ পৌর সভার তৃণমূলের কমিশনারগন।বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচনী প্রচার চলবে।