কালিয়াগঞ্জ রেল স্টেশনে অতিরিক্ত একটি টিকিট কাউটারের ব্যাবস্থা না করলে রেল যাত্রীরা আন্দোলনে নামতে বাধ্য হবে
1 min readকালিয়াগঞ্জ রেল স্টেশনে অতিরিক্ত একটি টিকিট কাউটারের ব্যাবস্থা না করলে রেল যাত্রীরা আন্দোলনে নামতে বাধ্য হবে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে অতিরিক্ত একটি টিকিট কাউন্টারের দাবি দীর্ঘ দিন ধরেই।বুধবার কালিয়াগঞ্জ রেল স্টেশনের টিকিট কাউন্টারে এতটায় বিশাল টিকিট কাটার লাইন ছিল যে ট্রেন আসার পরেও ট্রেন ছেড়ে দেবার কারনে অনেকে টিকিট কাটতে না পেরে দৌড়িয়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠে।টিকিট কাটতে আসা কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সাধারন সম্পাদক তরুণ গুহ ক্ষুব্ধ হয় বলেন রেল কর্তৃপক্ষকে বার বার কালিয়াগঞ্জ
স্টেশনে অতিরিক্ত একটি টিকিট কাউন্টার খোলার জন্য দীর্ঘ দিন ধরেই যাত্রীরা দাবি রাখলেও রেল কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোন রকম তৎপরতা দেখায় নি।ফলে প্রতিনিয়ত যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে জেনেও রেল দপ্তরের কোন হেলদোল নেই।ট্রেন যাত্রী তরুণ গুহ ক্ষুব্ধ হয়ে বলেন আমরা জানি কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের কাজ অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে চলছে। কিন্তূ অবিলম্বে স্টেশনে একটি টিকিট কাউন্টার খোলার ব্যাবস্থা করা হোক রেল যাত্রীদের সুবিধার্থে। ট্রেন যাত্রী অবিনাশ মুখার্জী বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনে যে ভাবে দিনের পর দিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই কারনে বর্তমানে একটি টিকিট কাউন্টার দিয়ে এত মানুষের টিকিট কাটা সম্ভব নয়।তাই অবিলম্বে রেল দপ্তরের উচিৎ অতিরিক্ত আর একটি টিকিট কাউন্টার খুলে দেবার বিশেষ প্রয়োজন আছে। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি,কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটি অতিরিক্ত একটি টিকিট কাউন্টার খোলার ব্যাপারে ডেপুটেশন দিয়েছিল।আমি সেসব পাঠিয়ে দিয়েছি বলে পঙ্কজ কুমার জানান।