কালিয়াগঞ্জ শহরে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে বিশাল বাইক মিছিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০এপ্রিল: ভোট উৎসবে যে সবাই মেতে উঠেছে উজ্বল দৃষ্টান্ত কালিয়াগঞ্জ শহর।শনিবার কালিয়াগঞ্জ শহরে একদিকে যেমন বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ (ভিক্টর) দেখিয়ে দিয়েছে বাম কংগ্রেস জোট অনেকের কাছে গুরুত্ব না পেলেও মানুষ তাদের সাথে আছে তার প্রমাণ কালিয়া গঞ্জের মহা মিছিল।
তেমনি বিজেপির রায়গঞ্জ লোকসভা আসনের হাই ভোল্টেজ প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের ধনকোল পঞ্চানন মোড় থেকে কয়েকশো বাইকের মহা মিছিল বের করে কালিয়াগঞ্জ শহরকে বুঝিয়ে দিয়েছে হাম কিসিসে কম নেহি।বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন ২০১৯ সালের থেকেও ব্যাপক ভোটার ব্যাবধানে মানুষ বিজেপি প্রার্থী কার্তিক। পালকেই জয়ী করে দিল্লীতে পাঠানোর জন্য মন স্থির করে ফেলেছে।বাসুদেব বাবু বলেন কেন্দ্রে তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মোদি ক্ষমতায় আসছে সেখানে কোন কারনে তৃণমূল অথবা বাম জোটের প্রার্থীকে ভোট দেবে কেন?মানুষ রায়গঞ্জের আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বলে তিনি জানান।