December 21, 2024

কালিয়াগঞ্জ শহরে বাম_কংগ্রেস জোট প্রার্থী কংগ্রেসের আলী ইমরান রমজকে নিয়ে মহা মিছিল

1 min read

কালিয়াগঞ্জ শহরে বাম_কংগ্রেস জোট প্রার্থী কংগ্রেসের আলী ইমরান রমজকে নিয়ে মহা মিছিল_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ এপ্রিল:আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভার হাই ভোল্টেজ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।শনিবার বিকেলে এই হাই ভোল্টেজ আসনের বাম,_কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর কে নিয়ে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ নাট মন্দির থেকে হুড খোলা গাড়িতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তকে নিয়ে এই মহা মিছিলটি শহরের গুরুত্বপুর্ন রাস্তাগুলি পরিক্রমা করে কালিয়াগঞ্জ এন এস রোড হ্য়ে মিছিলটি মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে এসে শেষ হয়। 

মিছিলে যেমন প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল,তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে সব ধর্মের মানুষের ছিল ব্যাপক উপস্থিতি।এই মিছিলে বামেদের পক্ষে যেমন উপস্থিত ছিলেন মনোরঞ্জন পাটোয়ারী,,উত্তম পাল,দেবাশীষ পাট্টা দার,দেবব্রত সরকার সায়ন দাস,তেমনি কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, শহর কংগ্রেস সভাপতি তুলসী জয় সোয়াল,

সৌম্য দত্ত,মঞ্জুরি দত্ত দাম সহ কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলের কংগ্রেস নেতৃত।এক সাক্ষাৎকারে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ (ভিক্টর)বলেন মানুষ মুখিয়ে আছে তৃণমূল ও বিজেপি নামক দুটি দলকে উপযুক্ত শিক্ষা দিয়ে প্রয়াত প্রিয় রঞ্জন দাসমুন্সীর আশীর্বাদ ধন্য ভিক্টরকেই জয়ী করবে বলে তার বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন ভিক্টর তিন বারের বিধায়ক।মানুষ এই ধরনের কর্মঠ যুবককেই চায়।এবার রায়গঞ্জ আসনটি কংগ্রেস পাচ্ছেই এতে কোন সন্দেহ নেই।আজকের মহা মিছিল এই বার্তাই দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *