বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_বুনিয়দপুর রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে_ডি আর এম
1 min readবন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_বুনিয়দপুর রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে_ডি আর এম
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ এপ্রিল:বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_বুনিয়দপুর রেল প্রকল্পের কাজ শুরুর সবুজ সংকেত পাওয়া গেছে, ভোটের পরেই দ্রুত গতিতে কাজ শুরু হবে।শনিবার উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেশনের অমৃত ভারত প্রকল্পের অধীনের বিভিন্ন কাজ পরিদর্শনে এলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন।
ডি আর এম সুরেন্দ্র কুমার বলেন রাধিকাপুর_দিল্লী ট্রেন নুতন করে আবার শুরু হচ্ছে।তবে ট্রেনের সময়সূচি এলেই তা চালু হবে।ডি আর এম সুরেন্দ্র কুমার বলেন অমৃত ভারত প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জ রেল স্টেশনের যে উন্নতমানের কাজ শুরু হয়েছে সেই কাজ আগামী পাঁচ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে বলে তিনি জানান। ডি আর এম বলেন ইতিমধ্যেই বিহারের বারসই থেকে রাধিকাপুর পর্যন্ত বিদ্যুতায়নের কাজ সম্পূর্ন হয়ে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে।কালিয়াগঞ্জ স্টেশনে বেশ কিছু রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে শনিবার দুপুর ১টায় একটি সেলুন কারে করে কালিয়াগঞ্জ রেল স্টেশনে আসেন কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। এসেই তিনি রেল স্টেশনে শুরু হওয়া দুটি প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ,নুতন ওভার ব্রিজের যে কাজগুলো চলছে তা পরিদর্শন করেন।স্টেশনের সামনে দিকে গিয়ে রেলের জমিতে যেসব দোকান এখনো আছে সেসব নিয়ে আধিকারিকদের প্রশ্ন করেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখেন।তিনি বলেন কালিয়াগঞ্জ স্টেশনের কাজ খুব ভালো ভাবেই চলছে।তিনি কাজ দেখে খুশি বলে জানান।কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন কালিয়াগঞ্জ স্টেশনে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। কিছুদিন পরেই কালিয়াগঞ্জের জনগন একটি উন্নতমানের রেল স্টেশন পেতে চলেছে বলে পঙ্কজ কুমার জানান।