December 27, 2024

আট মাস ধরে মজলিশপুরের শ্যাম রায় বার্ধক্য ভাতা না পাওয়ায় ভোট বয়কটের ডাক

1 min read

আট মাস ধরে মজলিশপুরের শ্যাম রায় বার্ধক্য ভাতা না পাওয়ায় ভোট বয়কটের ডাক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৩ এপ্রিল: ভোট আসে ভোট যায়। যারা ভোট দিয়ে একজন সাধারন নেতাকে অসাধারন নেতায় পরিণত করে সেই সাধারন মানুষগুলি এক হাজার টাকার বার্ধক্য ভাতা পেতে কি জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় তার এক উজ্বল দৃষ্টান্ত কালিয়াগঞ্জ শহরের মজলিশপুরের শ্যাম রায়।এই মানুষটি সরকারের নিয়ম অনুসারে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা পেতেন। কিন্তূ বেশ কিছুদিন ভাতা পাবার পরে কি এমন ভাগবত অশুদ্ধ হয়ে গেল যে কালিয়াগঞ্জ পৌর সভা থেকে গত অক্টোবর মাস থেকে এপ্রিল পর্যন্ত তিনি তার বার্ধক্য ভাতা থেকে তিনি বঞ্চিত হয়ে আছেন?

 

 

শ্যাম রায় বলেন তাই তিনি এবার আর ভোট মুখী হবেন না।তিনি এবার নিজের ভোট নিজেই বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকবার কালিয়াগঞ্জ পৌর সভায় গিয়ে তিনি যে বার্ধক্য ভাতা পাচ্ছেন না তা বলেছেন।পৌর দপ্তরে গিয়ে তিনি আবেদন নিবেদন করলেও এই হত দরিদ্র বৃদ্ধের বার্ধক্য ভাতাটি চালু করবার অনুরোধ করলেও কোন কাজ হয়নি।শ্যাম রায় জানান তিনি কালিয়াগঞ্জ শহরের তাল তলার এস বি আই ব্যাংকে গিয়ে এই ঘটান জানালেও কোন সুরাহা আজও হয়নি।তিনি দুঃখ করে বলেন আমার মত অনেকেই আমরা সবাই মিলে ভোট দিয়ে মানুষ তৈরি করলেও আমাদেরমত হত দরিদ্র মানুষদের কেও মানুষ ই মনে করেন না। অবশেষে কালিয়াগঞ্জের সমাজসেবি সন্তোষ বেঙ্গানী কে এই ঘটনা জানালে তিনি বিভিন্ন ভাবে চেষ্টা করেও তিনিও কোন কিছু করতে পারেন নি।যদিও কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন তিনি কেন এতদিন ধরে বৃদ্ধ ভাতা পাচ্ছেন না তিনি খোঁজ নেবেন।সমস্যার যাতে সমাধান হয় তার চেষ্টা তিনি অবশ্যই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..