রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী নির্বাচনে ১৯শের ভুল পুনরায় না করে মানুষ এবার তৃণমূলের কৃষ্ণ কল্যাণকেই দিল্লীতে পাঠাবে বললেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়
1 min readরায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী নির্বাচনে ১৯শের ভুল পুনরায় না করে মানুষ এবার তৃণমূলের কৃষ্ণ কল্যাণকেই দিল্লীতে পাঠাবে বললেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ এপ্রিল নাড়া বেলতলায় একবারই যায়।মানুষ বার বার ভুল করেনা।তাই রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী নির্বাচনে ২০১৯ সের ভুল আর উত্তর দিনাজপুর জেলার মানুষ করবেনা।এবার রায়গঞ্জের ভূমি পুত্র তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যানিকেই রায়গঞ্জ লোকসভা আসনের জনতা জনার্দনেরা ভোট দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে একটি জনসভায় এই বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয় বলেন রায়গঞ্জের বিদায়ী সাংসদ আমার একসময়কার কলিক ছিলেন।উনি কথার মানুষ হলেও কাজের মানুষ মোটেও নয়।বাবুল সুপ্রিয় মোদির সরকার সম্পর্কে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন মোদি সরকার বাঙলা বিদ্বেষী যা তিনি হারে হারে টের পেয়েছেন।তিনি বলেন মোদির গ্যারান্টির কথা মোদি বার বার বললেও দিfদি কিন্তূ এই রাজ্যের মানুষের প্রকৃত সুরক্ষা দিয়ে আসছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। নজমুর বাবুল সুপ্রিয়ের জনসভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রামনিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,বিজেপি নেতা সচিন সিংহ রায়,রাজীব সাহা,বসন্ত রায় অসীম ঘোষ,নিতাই বৈশ্য সহ অনেকেই।