কালিয়াগঞ্জে ইকবাল স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরী উত্তর চিরাইলের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উৎসব উৎসব তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১ এপ্রিল:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের উত্তর চিড়াইল পাড়ার ইকবাল স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র খুশির ঈদ উৎসব পালিত হয।এক সাক্ষাৎকারে ঈদ উৎসব কমিটির কর্ণধার সাবির আন সারি এই প্রতিবেদককে জানান তাদের কালিয়া গঞ্জের উত্তর চিড়াইলের মসজিদপাড়ার ইকবাল স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরী গত ২০০০ সাল থেকে এই খুশির ইদ উৎসব করে আসছে সবার সহযোগিতায়।মহ:সাবির আনসারী বলেন আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি।
এই দিন পরিবারের সবাই নুতন বস্ত্র পরিধান করে নামাজ পড়তে মসজিদে সবাই যাই।নামাজের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় হয়।একমাস ধরে কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলে আসছিল রমজানের দিনগুলি।বিশিষ্ট শিক্ষাবিদ তথা জিনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহেমদ বলেন কালিয়াগঞ্জ শহরের যে কয়টি ঈদগার আছে তার মধ্যে বড় করেই আমরা আমাদের উত্তর চিরাইলের মসজিদ পাড়ার ঈদের উৎসব সবার সহযোগিতায় খুব ভালো করে করা হয়। তবে ঈদের বাজারে এবার গত বছরের তুলনায় সেমাই, আতর নারকেল প্রভৃতি জিনিস পত্রের দাম কম থাকায় সাধারন মধ্যবিত্ত ধর্ম প্রাণ ইসলাম ধর্মের মানুষজন অনেকটাই রেহাই পেয়েছে বলে মনে হয়। উত্তর চিরাইল পাড়ার ঈদের উৎসব প্রাঙ্গন সন্ধ্যায় সুসজ্জিত আলোক মালায় দুর থেকে অসাধারন দেখাচ্ছিল বলে সবাই প্রশংসা করে।সন্ধ্যায় খুশির ঈদের সঙ্গীতের অনুষ্ঠান হয় বলেও জানা যায়।