October 12, 2024

বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে কালিয়গঞ্জে আলোচনা চক্র” আমার স্বাস্থ্য আমার অধিকার”_

1 min read

বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে কালিয়গঞ্জে আলোচনা চক্র” আমার স্বাস্থ্য আমার অধিকার”

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ এপ্রিল:বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে *আমার স্বাস্থ্য আমার অধিকার” শীর্ষক একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এই সভায় বিভিন্ন বিশিষ্ট উপস্থিত বক্তাগন “সকলের জন্য স্বাস্থ্য – স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার “, স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি তথা স্বাস্থ্য ব্যবস্থার ক্রমশ ব্যয় সঙ্কোচনের প্রবনতার বিষয়ে আলোকপাত করেন |

 

এছাড়াও সংস্থার ” অভীক্ষা ২০২৩” এর জোন স্তরে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয় | ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা মুলক প্রচার পুস্তিকা বিতরণ করা হয় | অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জিত দত্ত মহাশয় | উপস্থিত ছিলেন সংস্হার সভাপতি কার্তিক পাহান, সম্পাদক সুজয় সরকার, ও বিভিন্ন বিজ্ঞান কর্মীগন |এছাড়াও উপস্থিত হয় শতাধিক ছাত্র ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *