কালিয়াগঞ্জ মহিলা মণ্ডল মোর্চার নেতৃত্বে ৩০ জন মহিলার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান সোমবার
1 min readকালিয়াগঞ্জ মহিলা মণ্ডল মোর্চার নেতৃত্বে ৩০ জন মহিলার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান সোমবার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ এপ্রিল:দুয়ারে যখন ভোট এসে গেছে ঠিক সেই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মণ্ডল মহিলা মোর্চার নেতৃত্বে সোমবার কালিয়াগঞ্জের বিজেপির নির্বাচনী কার্যালয়ে আনুমানিক ৩০ জনের অধিক বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা মহিলারা ভোটের ঠিক পূর্ব মুহূর্তে
তারা বিজেপির উন্নয়নের কর্মকাণ্ড দেখার সাথে সাথে মোদিকে দেখে উজ্জীবিত হয়ে গেরুয়া শিবিরে যোগ দিল।বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে গেরুয়া শিবিরের পতাকা তুলে নিলেন বিজেপি নেতা তথা কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার গৌতম বিশ্বাসের হাত থেকে।উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জের বিশিষ্ট নেতা সন্তোষ বেঙ্গনি কালিয়াগঞ্জ মহিলা মোর্চার সভাপতি তাপসি ঝা সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্ব ও সমর্থকগণ।