সন্দেশ খালির ঘটনায় মহিলাদের উপর অন্যায় হয়ে থাকলে কোন ভাবেই সমর্থন করেনা তৃণমূল_চন্দ্রিমা
1 min readসন্দেশ খালির ঘটনায় মহিলাদের উপর অন্যায় হয়ে থাকলে কোন ভাবেই সমর্থন করেনা তৃণমূল_চন্দ্রিমা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ৮ এপ্রিল: সন্দেশ খালি নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে।সেখানে মহিলাদের উপর যদি কেউ অত্যাচার নামিয়ে আনে সেটাকে দল কোনভাবেই সমর্থন করেনা ।যারা অন্যায় করেছে অবশ্যই তাদের আইনানুসারে শাস্তি পাওয়া উচিৎ।সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে ভিড়ে ঠাসা এক মহিলা কর্মী সভায় ভোটের প্রচার করতে এসে এই কথা বলেন রাজ্যের স্বাস্থ্য এবং অর্থ দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চন্দ্রিমা দেবী বলেন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যে নারীরা অন্যান্য রাজ্যের তুলনায় সবথেকে সুরক্ষিত।চন্দ্রিমা দেবী এক প্রশ্নের উত্তরে বলেন দেশের প্রধান মন্ত্রীর মুখ থেকে আগাম এমন ধরনের কথা আশা করা যায়না যেখানে তিন হাজার কোটি টাকা তাদের এজেন্সি বাবদ সিজ করা হয়ছে মাত্র।
যার বিচার চলছে।বিচার পতিদেরও কি তার কথায় এটা একটা ইঙ্গিত?রাজ্যের মহিলা নেত্রী তথা মন্ত্রী উপস্থিত গ্রামের মহিলাদের উদ্দেশ্যে বলেন লক্ষীর ভান্ডার এই রাজ্যে একটি যুগান্তকারী প্রকল্প।যোজনাকে মহিলারাই সুরক্ষিত রাখবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে।গ্রামে গ্রামে গিয়ে আমার বোনেরা মায়েরা আমাদের মা মাটি মানুষের তৃণমূল দলের রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে গিয়ে মা লক্ষীদের বোঝাবেন।
তিনি বলেন আমাদের নেত্রী রাজ্যের মানুষদের আসল গ্যারান্টি দেয়।আর দিল্লীর মোদী সরকার গ্যারান্টি দেয় গ্যাসের দাম বৃদ্ধি ডিজেল পেট্রলের দাম বৃদ্ধির গ্যারান্টি দিয়ে থাকে।মহিলা কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার মহিলা মঞ্চের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,জেলা পরিষদের দুই সদস্য যথাক্রমে নিতাই বৈশ্য সহ অনেকেই।