তৃণমূলের সাথে-সি.পি.আইএম কংগ্রেস মিলিত বিরোধী জোটের সংঘর্ষ চোপড়ার ধনীর হাটে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুতাহার কামাল :- ১৩ জুলাইঃ চোপড়া ব্লকের ৬নং ঘিন্নীগাঁও গ্রামপঞ্চায়েত এলাকার
ধনীর হাটে শাসক দল তৃণমূলের সাথে-সি.পি.আইএম কংগ্রেস মিলিত বিরোধী জোটের সংঘর্ষ বাধে। শুক্রবার বিকাল ৪টার সময় শাসক দলের পক্ষথেকে একটি জুরুরী সভা আয়োজিত হয়েছিল। সেই সভা চলাকালীন বেশ কিছু দলীয় কর্মী বেআইনি ভাবে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। শাসক দলের এই কর্মকান্ডকে দেখে বিরোধীরা পুলিশকে অভিযোগ করেন। বিরোধীদের অভিযোগ, সভায় শাসক দলের বেশকিছু দুষ্কৃতী প্রকাশ্যে বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে অনায়াসে চলাফেরা করছে। বিরোধীদের দারা পুলিশি এই অভিযোগের ভিত্তিতে এদিন শাসক দল ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। যদিও শাসকদল বিরোধীদের এই অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বলে জানিয়ে দিয়েছে। শাসক দলের পক্ষথেকে জানানো হয়েছে, তারা পুলিশের প্রতি আশাবাদী। প্রশাসন সঠিক তদন্তের ভিত্তিতে নিজেদের কাজ করবে। এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});