January 12, 2025

রায়গঞ্জে সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন-চক্রবর্তী--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গযালাল বয়েস হাই স্কুল মাঠে ৫৯তম পশ্চিমবঙ্গ রাজ্য সুব্রত কাপ ফুটবল  টুর্নামেন্টের এক দিনের মহকুমা ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ সাবডিভিসনাল কাউন্সিল ফর স্কুল গেমসের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।শুক্রবারের অনুর্ধ১৭ ও ১৪ সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে    অনুর্ধ ১৭মহিলা খেলায় হাতিয়া হাইস্কুল ৩-০গোলে বরুনা হাই স্কুলকে হারিয়ে দেয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অপর দিকে অনুর ১৭পুরুষদের খেলায় ভুপাল চন্দ্র বিদ্যা পিঠ জিনগাঁও বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩গোলে হারিয়ে দেয়।পরবর্তীতে জয়ী দল জেলা স্তরের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।বিদ্যালয় স্তরের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে সাধারণ ফুটবল প্রেমীদে র মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপ

না।

7 thoughts on “রায়গঞ্জে সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *