January 12, 2025

পাঁচ বছরের উন্নয়ন পুস্তিকায় ? কোথায় হল জানুন ।

1 min read



কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 13ই জুলাই :- গত পাঁচ বছরে বালুরঘাট পঞ্চায়েত সমিতি কতৃক যে সকল উন্নয়ন হয়েছে তাপুস্তিকা মারফত প্রকাশ করা হলো।এই উন্নয়ন পঞ্জী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বালুরঘাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুস্মিতা সুব্বা,পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায়, সকল কর্মাধ্যক্ষ ও বিভাগীয় অফিসাররা।গত ০৩/০৯/২০১৩ তারিখে শ্রী প্রবীর কুমার রায়কে সভাপতি করে বালুরঘাট পঞ্চায়েত সমিতির উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহন করতে থাকে তৃণমূল কংগ্রেস এবং সেগুলিকে বাস্তবায়িত করার জন্য তৎকালীন বালুরঘাট এর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শুভ্রজীৎ গুপ্ত- পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীরবাবুর সাথে হাতে হাত দিয়ে স্থিতিশীল উন্নয়নমূলক কাজ করতে শুরু করেন।

মূলতঃ পঞ্চায়েত সমিতির সভাপতি,বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা একটা টিম তৈরী করে কাজ করতে শুরু করেন,যে টিমের মূলমন্ত্র ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন।সেই উন্নয়ন নিজস্ব ধারায় চলতে চলতে হঠাৎ একদিন মাননীয় বিডিও শুভ্রজীৎবাবু বদলী হলে সেই উন্নয়নে সাময়িক ভাঁটা পরে।তারপর বর্তমান সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতি  সুস্মিতা সুব্বা আসবার পর আবার সেই উন্নয়ন গতি পায়।গত পাঁচ বছরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির এই উন্নয়নমুখী কর্মকান্ডে প্রাক্তন জেলা শাসক  শ্রী তাপস চৌধুরী,শ্রী সঞ্জয় বসু ও শ্রী শ্বরদ কুমার দ্বিবেদীর ভূমিকাও অনস্বীকার্য l সকল এর সমবেত চেষ্টায় বালুরঘাট ব্লককে উন্নয়নের নিরিখে এক বিশেষ জায়গায় নিয়ে গেছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর রায়, তা সত্যিই প্রশংসার যোগ্য।গত পাঁচ বছরে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দূর্নীতির কোনো অভিযোগ তো দূরের কথা বিরোধীরা কোনো ডেপুটেশন দেবার জন্য কোনো ইস্যু খুঁজে পায়নি বলে জানান প্রবীর বাবু ।বালুরঘাট ব্লকের যে কোনো প্রান্তেই কান পাতলে শোনা যায় ব্লক অফিসে গিয়ে কোনো সাধারন মানুষকে সভাপতির ঘর থেকে খালি হাতে ফিরে আসতে হয়নি l  বালুরঘাট বিধানসভার RSP বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রী বিশ্বনাথ চৌধুরীও বিভিন্ন জায়গায় আলাপচারিতায় বালুরঘাট পঞ্চায়েত সমিতির বিগত পাঁচ বছরের কাজের ভূয়সী প্রশংসা করেছেন বলে খবর (সূত্র মারফৎ)।এখন বিদায়ী সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রবীরবাবু জেলা পরিষদের প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ায় তার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা যে কয়েক গুন বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *