দেবী দূর্গার আগমনের বার্তা দিল উওর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতি বছরের মতো এবারও রথের সকালে কাঠাম পুজো করে দেবী দূর্গার আগমনের বার্তা দিল উওর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। এবারে তাদের পুজো ৪৭ বছরে পা রাখলো।এদিন সকালে ক্লাবেরর সর্বময় কর্তা তথা রায়গঞ্জের কংগ্রেস বিধায়কের উপস্থিতিতেই এই কঠাম পুজো অনুস্টিত হয়। আচার ও নিন্ঠার সঙ্গে রিতিমতো পুরোহিত ও মৃত শিল্পী দিয়ে এদিনের এই কাঠাম পুজো হয়। বিদ্রোহী ক্লাবের পাশাপাশি রায়গঞ্জের বিপ্লবী, ঐক্য সম্মিলনী, লিচুতলার মতো ক্লাবগুলির দূর্গামন্দিরে আজ রথযাত্রার দিনে নিয়ম নিষ্ঠার সাথে দেবী দূর্গার কাঠাম পুজো অনুষ্ঠিত হলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকের এই কাঠাম পুজোর মাধ্যমে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির প্রস্তুতিও শুরু হয়ে গেল।