১৪ই জুলাই থেকে ২০ জুলাই,অরণ্য সপ্তাহ পালনের প্রথম দিন রায়গঞ্জে।
1 min read
সুব্রত সাহা (রায়গঞ্জ) ঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা “বন মহোৎসব” কর্মসূচি,হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও রায়গঞ্জ পৌরসভা সহযোগীতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে HMTA সংস্থাকে গাছকে রক্ষা করার জন্য ১০ টি লোহার খাঁচা প্রদান করা হয়েছে।এই পৃথিবী গ্রহকে কিভাবে গাছ লাগিয়ে আগামী প্রজন্মের কাছে সুরক্ষিত করা যাবে-সেই বিষয়ে আলোচনা করলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়।
সবশেষে পৌরপতি মহাশয় বৃক্ষরোপণের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করলেন।উনি বললেন -“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রায়গঞ্জ শহর এবং তার আশেপাশে প্রচুর গাছ লাগিয়ে জনগণকে সুস্থ পরিবেশ উপহার দেব।
“এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বনবিভাগের DFO শ্রী দিপর্ণ দত্ত মহাশয়, হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী উৎপল মন্ডল ও HMTA এর অন্যান্য সদস্য ও সদস্যারা।