January 12, 2025

গ্রীন সিটি, গ্রীন করিডর ও আত্রেয়ী খাড়ি সংস্কার ও সৌন্দর্যায়নের শুভ সূচনা করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতি অর্পিতা ঘোষ

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 16ই জুলাই :– আজ বালুরঘাট পৌরসভার 8 নং ওয়ার্ডে গ্রীন সিটি, গ্রীন করিডর ও আত্রেয়ী খাড়ি  সংস্কার ও সৌন্দর্যায়নের শুভ সূচনা হলো l শিলান্যাস করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতি অর্পিতা ঘোষ l এছাড়াও উপস্থিত ছিলেন ব্রতময় সরকার ,দেবাশীষ মজুমদার প্রমুখ lবালুরঘাট পৌরসভার উদ্যোগে গ্রিন সিটি ও গ্রিন জোন তৈরির লক্ষে এই প্রয়াস l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গ্রীন সিটি প্রকল্পের আওতায় এই প্রকল্পের জন্য পৌরসভার কাছে ইতি মধ্যে 9 কোটি টাকা এসে পৌছেছে।এই প্রকল্পের অধীনে বালুরঘাট  শহর জুরে সৌন্দর্যায়নের সাথে সাথে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা আত্রাই খাড়িরও সংস্কার করতে চলেছে বালুরঘাট পৌর সভা। এপ্রসঙ্গে সাংসদ জানান মমতা ব্যানার্জীর সরকার বালুরঘাট শহরের উন্নতিতে যত টা সচেষ্ঠ হয়েছে অন্য কোন সরকার আগে এই রকম উদ্যোগ নেয়নি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 পৌরসভার এই উদ্যোগের ফলে একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে অপরদিকে তেমনি শহরের নিকাশি সমস্যা অনেকটাই কমবে সাথে সাথে বন্যাওনিয়ন্ত্রিত হবে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *