উওর বঙ্গ উন্নয়নের অর্থে চোপড়ার ভৈষপিটা দেবীঝোড়া ভায়া কাঁচাকালী রাজ্য সড়কের সম্প্রসারণ শুরু হয়েছে জোর কদমে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জয়দেব গোপ চোপড়া: উওর বঙ্গ উন্নয়নের অর্থে চোপড়ার ভৈষপিটা দেবীঝোড়া ভায়া কাঁচাকালী রাজ্য সড়কের সম্প্রসারণ শুরু হয়েছে জোর কদমে ।চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের উদ্যোগ এই রাস্তার কাজ শুরু হয়েছে ।হামিদুল বাবু জানান এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উওর বঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা বরাদ্দে প্রায় ৯কিলোমিটার পাকা রাস্তার কাজ জোর কদমে শুরু হয়েছে ।এই রাস্তাটির চওড়া করণ এবং উন্নত মানের পিচ করা হচ্ছে ।এই রাস্তার ওপর দিয়ে দাসপাড়া মাঝিয়ালী হাপতিয়াগছ সোনাপুর ও চোপড়া অঞ্চলের মানুষ শিলিগুড়ি ইসলামপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ও যাতায়াত করছে এলাকার মানুষ। উন্নত মানের পাকা রাস্তা পেয়ে খুশি হয়েছেন এলাকার মানুষ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});