দাম নেই আনারসের' । তাই মাথায় হাত আনারস চাষিদের
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুবল গোপ বিধান নগর 18 জুলাই :দাম নেই আনারসের’ । তাই মাথায় হাত আনারস চাষিদের। দাম না পেয়ে ফেলে দিতে হচ্ছে পাকা আনারস। এমনই অভিযোগ চোপরা ও বিধান নগর এলাকার আনারস চাষিদের। চাষিদের অভিযোগ ;বর্ষা কালিন উওর বংগের সুসাদু আনারস এই সময়ে কলকাতা সহ বিভিন্ন রাজে পারি দেয়। চাহিদা এবং দাম ও ভাল থাকতো। দশ থেকে পনেরো টাকা কিলো দরে গরে কুরি পচিশ টাকা পিস পাওয়া যেতো। কিন্তু ;এবাবেবসায়ী ওই ফল বিক্রি হচ্ছে মাএ পাচ থেকে দশ টাকা। তাও আবার খদ্দের নেই। বিধান নগর এর বিশিষ্ট আনারস বেবসায়ী সজল ঘোষ অজিত সরকার এবং আনারস চাষি সপন দেব সরকার রুপু সরকার ললিত পাল রা জানান।সেতু ভাংগার গুজবে ব্যাপারী রা আনারস নিতে আসছে না। চাষিরা আশায় বুক বাধতো আনারস বেচে ধার দেনা শোধ করবেন ।ঘর বারি বানাবেন। কিন্তু এবার তাদের সব আশা মাটি। তাই আনারস চাষিদের দাবী সরকারি উদোগে আনারস রপ্তানি র উদোগ নেওয়া হোক। তা না হলে কমে জাবে চাষিদের আনারস চাষের ঝোক। রিপোটার সুবল গোপ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});