বিজেপি জেলা সভাপতির নিস্বর্ত মুক্তির দাবিতে পথে নামলো বিজেপি
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 19শে জুলাই:–বিজেপি জেলা সভাপতির নিস্বর্ত মুক্তির দাবিতে পথে নামলো বিজেপি l
আজ বিজেপি জেলা কমিটির ডাকে বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি শ্রী শুভেন্দু সরকারের নিস্বর্ত মুক্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি থানা ঘেরাও এর কর্মসূচি পালিত হলো l এছাড়াও কুমারগঞ্জ এবারের বিজেপির পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী কে মুক্তি সহ মোট পাঁচটি দাবিতে এই কর্মসূচী নেয় বিজেপি l
এপ্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক মানস সরকার বলেন ,”প্রশাসন এখন তৃণমূলের জার্সি পরে মাঠে নেমেছে ,মূলত চারিদিকে যেভাবে হাজার হাজার কর্মী অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করছে তার ভয়েই সন্ত্রস্ত তৃণমূল l তাই তৃণমূল এর বিকল্প হিসাবে মাঠে অবতীর্ণ পুলিশ l প্রশাসন যতই মিথ্যা মামলা দিয়ে ফাসাক বিজেপি কিন্তু তার রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করবে না বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে l আগামী 21 ও 22শে জুলাই বিজেপির জয়েনিং প্রক্রিয়াকে যতই ঠেকানোর চেষ্টা করুক তা হবেই এবং সাধারণ মানুষ সব দেখছে l এই স্বৈরতন্ত্রের শেষ বিজেপির মাধ্যমেই হবে সাধারণ মানুষের আশীর্বাদে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});