January 13, 2025

নর্থবেবেঙ্গল বোর্ড় ফর ডেভলপেমেন্ট গেমস আন্ড স্পোর্টস এর অন্যতম সদস্য অসীম ঘোষের উদ্দ্যেগে ফুটবল নক আউট টুনামেন্টে খেলা শুরু হতে চলছে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তী:- কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে নর্থবেবেঙ্গল বোর্ড় ফর ডেভলপমেন্ট গেমস আন্ড স্পোর্টস এর অন্যতম সদস্য অসীম ঘোষের উদ্দ্যেগে ও রুদ্রবীনা প্লে ওয়ান্ড কোচিং কাম্পের ব্যাবস্থাপনায় কালিয়াগঞ্জ চ্যাম্পিয়ান লীগ নক আউট টুনামেন্টের ফুটবল খেলা শুরু হতে চলছে আগামী ৫ই আগষ্ট ।ব্যাবস্থাপক কোচিং ক্যাম্পের সম্পাদক তরুন গুহ জানান কালিয়াগঞ্জ রুদ্রবীনা প্লে ওয়ান্ড ফুটবল কোচিং ক্যাম্পের ব্যাবস্থাপনায় ও স্বর্গীয় কমলা রানী ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ান রানার্স ফুটবল ট্রফির এর খেলা শুরু হতে যাচ্ছে আগামী ৫ ই আগষ্ট কালিয়াগঞ্জ কলেজ মাঠে।এই চ্যাম্পিয়ান ফুটবল লীগ টুর্নামেন্টের খেলায় মোট ৮ টি দল অংশ গ্রহন করবে বলে জানা যায়। এই খেলায় চারটি কোচিং ক্যাম্প ও চারটি ক্লাব যারা অংশগ্রহন করবে তারা হল ব্যাবস্থাপক কালিয়াগঞ্জ প্লে ওয়ান্ড কোচিং ক্যাম্প, বালাবদ্ধ আদিবাসী স্পোটস কোচিং ক্যাম্প,মোস্তাফানগর স্পোর্টস আকাডেমী কোচিং ক্যাম্প,ও ভেলাই মর্নিং একাদশ কোচিং ক্যাম্প।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপর দিকে  ক্লাবের পক্ষ থেকে যে সমস্ত দল অংশ গ্রহন করবে তারা হল নসিরহাট সুকান্ত স্মৃতি চক্র,ভান্ডার একাদশ, স্কুল মাঠ একাদশ ও রাতোন নিউ সাংস্কৃতিক সংঘ। আগামী ৫ই আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত এই খেলা চলবে বলে জানা যায় । খেলার উদ্ধোধন করবেন তথা তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ। আসীম ঘোষ এক সাক্ষাৎকারে বলেন আমাদের নতুন ক্রীড়া সংস্থার প্রথম সভার সিদ্ধান্ত হয় উত্তরবঙ্গের  প্রতিটি জেলার ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার উৎসাহ দেবার স্বার্থে প্রতিনিয়ত খেলার আয়োজন করতে হবে জেলার প্রত্যন্ত এলাকার প্রতিভাবন ছেলেমেয়েদের নিয়ে। তাদের নিয়মিত খেলার প্রয়োজন উৎসাহ যোগানোর কাজটা আমাদের করতে হবে জানান । কালিয়াগঞ্জ শহরে  এই ফুটবল খেলাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক কর্মতৎপরতা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *