January 13, 2025

বিজ্ঞান সচেতনতায় গুরুত্ব আরোপ করে বেসরকারি প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা – 2018

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কমল কুমার বিশ্বাস ( বালুরঘাট)21শে জুলাই:–—   বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা – ২০১৮ । শনিবার বালুরঘাটে সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে স্কুল ভবনে ছোটছোট ছাত্রছাত্রীদের আয়োজিত বিজ্ঞান মেলা সকলের মনে দাগ কেটেছে । বিদ্যালয়ের মোট ৩৮ জন শিক্ষার্থী ‘বায়ুর ব্যবহার’, ‘প্রাথমিক চিকিৎসা’, ‘মানব জীবনে সরল মেশিনের ব্যবহার’, ‘বন সংরক্ষণ’ এবং ‘উদ্ভাবনী’ বিষয়ের উপর আধারিত প্রকল্প নিয়ে মডেল আকারে তুলে ধরে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিজ্ঞান বিশয়ক প্রদর্শিত মডেলের মাধ্যমে বিচারক মণ্ডলীকেও ধন্ধে ফেলে ছাত্রছাত্রীরা । চুলচেরা বিশ্লেষণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী চিহ্নিত করতে হয়েছে তাদের । বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী *প্রথম, * দ্বিতীয় ও * প্রকল্প তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া বিজ্ঞান মেলায় আয়োজিত প্রশ্নমঞ্চ ও গাণিতিক প্রয়োগ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সন্ধ্যে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের সম্পাদক অরুণ কুমার মহন্ত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সদস্য মানস কুমার দে সহ বিশিষ্ট জনেরা । অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন সম্পাদক অরুণ কুমার মহন্ত, বিদ্যালয়ের প্রধান আচার্য উত্তম সরকার সহ একাধিক ব্যক্তিত্ব । সম্পাদক অরুণ কুমার মহন্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের আচার্য আচার্যা সহ বিশিষ্ট জনেরা ।

গণিত ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন শিশুদের ছোট বেলা থেকেই বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরস্বতী শিশু মন্দির গতানুগতিক ধারার বাইরে বইয়ের বোঝা নয়, খেলার মাধ্যমে শিক্ষা ক্যারিকুলাম নিয়ে প্রতিষ্ঠিত । স্কুলে শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে পালন করা হয় নানা কর্মসূচী । এর অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান মেলার । এতে শিশুরা তাদের উদ্ভাবিত নানা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 শিশুদের ছোট বেলা থেকেই বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম সরকার বলেন, শিশুরাই দেশের ভবিষৎ নাগরিক। সে কারণে শিশুদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা জরুরী হয়ে পড়েছে। গণিত ও বিজ্ঞান মেলায় শিশুদের উদ্ভাবিত বেশকিছু প্রকল্পও স্থান পেয়েছে। এ ছাড়াও বিদ্যালয়ের নির্ধারিত বেশ কিছু বিষয়ে মডেল তৈরি করে তা প্রদর্শন করে ছাত্রছাত্রীরা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *