বাজারে ক্রেতা বিক্রেতা সুনাম সবই আছে। কিন্তু নেই কোন জীবনের নিরাপত্তা
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:২১ শে জুলাই, বাজারে ক্রেতা বিক্রেতা সুনাম সবই আছে। কিন্তু নেই কোন জীবনের নিরাপত্তা। এমনই একটি বাজার হল সমুদ্রগর রেল বাজার। এই বাজারের এলাকা বাড়তে বাড়তে রেল লাইন পর্যন্ত পৌঁছেছে। এমনকি দুই রেল ট্রাকটুকু বাদ রেখে দুই ট্রাকের মাঝেও বাজার বসে নিয়মিত। রেল চলাচলের মধ্যেও চলে বেচাকেনা। একটু বেখেয়াল হলেই জীবন শেষ। কাটোয়া- ব্যান্ডেল রেল লাইনের সমুদ্রগর রেল বাজারের নাম সুদূর প্রসারিত। এখানকার তাঁত কাপড়ের হাটের কাপড় রাজ্যতো বটেই, ভিন রাজ্যগুলোতেও নিয়মিত পৌঁছে যাচ্ছে। আর এখানকার উর্বর মাটিতে উৎপন্ন সবজি এই রেল
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাজারের মাধ্যমেই প্রতিদিনই কলকাতা, শেওরাফুলি, দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন শহরে রপ্তানি হচ্ছে। সমুদ্রগর ষ্টেশন সংলগ্ন এই বাজারটি দীর্ঘদিনের। পাইকারি সবজি বিক্রির ক্ষেত্রে যে পরিকাঠামোর প্রয়োজন, তার ছিঁটেফোঁটাও নেই । অথচ রেললাইনের দুই পাড়ে দুইটি সংস্থা বাজার কর আদায় করে নিয়মিত । এই করের পয়সা কি কাজে লাগে , তা বলার মত লোক পাওয়া যায়নি। এলাকার মানুষের দাবি চরম নিরাপত্তাহীনতা কাটাতে রেল বাজার নিয়ে ভাবা হোক। বাজারের এই বিশাল জমিটি রেলের। রেল থেকে কোন সংস্থা জমিটি লিজ নিয়ে সেখানে বাজারের পরিকাঠামো গড়ে তুলুক। তাতে সরকারি বা বেসরকারি দুই দিক থেকেই উদ্যোগ নেওয়া যেতে পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});