January 13, 2025

সিঙ্গি গ্রামের ক্ষেত্রপাল ঠাকুরের পুজো

1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান,২১শে জুলাইঃ পূর্ব বর্ধমান কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰামে আজ থেকে শুরু হল ক্ষেত্রপাল ঠাকুরের পুজো।সিঙ্গি গ্রামের প্রান্তে এক অতি প্রাচীন বটগাছ। প্রতি বছর আষাঢ় নবমীর দিন  এই ক্ষেত্রপাল ঠাকুরের পুজো হয় প্রচুর ধুমধাম সহকারে । এই পূজোয়  পশু বলিদান প্রথাও  রীতি রয়েছে।  এই পুজো উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মেলা বসে।এবার পুজো উপলক্ষ্যে রয়েছে যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার এক স্থানীয় বাসিন্দারা মিঠুন চক্রবর্তী বলেন ক্ষত্রপাল ঠাকুরের পূজোটি  বহু প্রাচীন পুজো।একটি অতি প্রাচীন বটগাছকে কেন্দ্র করে এই পুজো হয়।  এলাকাবাসীদের কাছে থেকে শোনা যায় এটি ক্ষেত্রপাল থান বলে পরিচিত। ক্ষেত্রপাল ঠাকুরের পুজো উপলক্ষ্যে বহু দুর-দুরান্ত  থেকে ভক্তরা ভিড় করেন। এই পূজো কে কেন্দ্র করে প্রত্যেক  বাড়িতে এই সময় আত্মীয়-স্বজনরা আসেন। ক্ষেত্রপাল ঠাকুরের পূজো উপলক্ষে এলাকাবাসীরা আনন্দে মেতে উঠেছেন। এলাকাবাসীদের কাছ থেকে শোনা যায় মহাকবি ‌ কাশীরাম দাস প্রথম  বাংলা ভাষায় মহাভারতের  ভাবানুবাদ করেছিলেন বাংলার এই ছোট গ্ৰাম সিঙ্গিতে বসে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *