জেলা স্বাস্থ্য দপ্তর ও সানাপাড়া বি.এস.এফ ক্যাম্পের সহযোগিতায় একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)22শে জুলাই :-একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ দক্ষিণ দিনাজপুর মোরান এর ব্যবস্থাপনায় এবং জেলা স্বাস্থ্য দপ্তর ও সানাপাড়া বি.এস.এফ ক্যাম্পের সহযোগিতায় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সানাপাড়া পিরিচপুর এলাকার মোট ২১৮ জন প্রান্তিক মানুষকে আজ এই স্বাস্থ্য শিবির থেকে পরিষেবা প্রদান করা হয় l জেলার প্রান্তিক মানুষকে নূন্যতম স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে মোরানের এটা তৃতীয় পদক্ষেপ !
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১৮৩ বি এন বি.এস.এফ এর সানাপাড়া বি ও পি এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট ললিত কুমার এর নেতৃত্বে ক্যাম্প এর জোয়ানরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই শিবিরকে আজ স্বার্থক রূপদান করেন l
আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন – কোম্পনি কম্যান্ডেন্ট কৃষণ কুমার, ললিত কুমার ১৮৩ বি এন বি এস এফ এর সানাপাড়া বি ও পি এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট ডক্টর সুভাষ চন্দ্র সাহা, সি এম ও এইচ – ওয়ান দক্ষিণ দিনাজপুর আবদুল রহিম,ফার্মাসিস্ট মোরানের পক্ষে উপস্থিত ছিলেন পলাশ ভট্টাচার্য, দিলীপ সাহা, মাধব মৈত্র, দীপক বর্মণ তুষারকান্তি দত্ত শিক্ষক ও সমাজসেবী, সূরজ দাশ কো অর্ডিনেটর চাইল্ডলাইন দক্ষিণ দিনাজপুর প্রমুখ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});