মহা সমারোহে সমাপ্ত হল জগন্নাথ দেবের উলটো রথ যাএা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুবল গোপ বিধান নগর 22 জুলাইঃমহা সমারোহে সমাপ্ত হল জগন্নাথ দেবের উলটো রথ যাএা। এই উপলখে বিধান নগরে বিকেলের দিকে মেলা বসে। মেলায় গরম জিলিপি চাট ভানডার ফাস্ট ফুড আখের রস দেদার বিক্রি হয়। তার সাথে বিক্রি হয় রকমারি খেলনা। অনেকে কেনেন লোটকো নামের এক ধরনের ফল। প্রতি বারের মতো এবারও বিধান নগর এর উলটো রথের মেলা ছিল জমজমাট ভির। রথ মেলা কমিটির পখে বাবু ঘোষ জানান ;বিধান নগর বাস ইস্টেনড থেকে বিধান নগর বাজারে রথ টানা হয়। সমাজ সেবী বাপন দাস ও এলাকার গুনিজন রা উপস্থিত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});