January 13, 2025

কালিয়াগঞ্জ পৌরসভার উদাসীনতায় এখনো বন্ধ হল না প্ল্যাস্টিক ক্যারিব্যাগ শহরে।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ   শহরে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ হলেও এনিয়ে প্রশাসনিক নজরদারির অভাবেই বাজার ছেয়েছে ক্যারিব্যাগে বিভিন্ন
বাজার,
দোকানপাটে
মিলছে
প্লাস্টিক
ক্যারিব্যাগ যথেচ্ছ ব্যবহারের জেরে বেহাল শহরের নিকাশি ব্যবস্থাপ্লাস্টিক ক্যারিবাগ 
নিয়ে অভিযোগ  কম নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার থেকে 
বার বার অভিযানে নামার কথা জানানো হলেও  পুরসভার তরফে কোন ব্যাবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ফলে পুরসভার উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেকালিয়াগঞ্জের  মাছ বাছার হোক বা আনাজের বাজার,সর্বত্র একই 
চেহারা কালিয়াগঞ্জে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্ল্যাস্টিক 
ক্যারিব্যাগের ব্যবহার চলছে সর্বত্র পরিস্থিতি এমন যে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ না দিলে জিনিসপত্র না নিয়েই বাসিন্দারা ফিরে যান বলে অভিযোগপ্ল্যাস্টিকের ক্যারিবাগের ব্যবহার হচ্ছে খাবারের দোকানেও কালিয়াগঞ্জের  অনেক মুদিখানার দোকান, মিষ্টির দোকান রয়েছে যেখানে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ দেওয়া হয় রসগোল্লা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফুপাতের চপ ঘুগনির দোকানেও একই পরিস্থিতিসম্প্রতি পরিবেশ দিবসের দিন কালিয়াগঞ্জ পরিবেশ বাচাও কমিটির পক্ষ্য থেকে ঘটা করে প্ল্যাস্টিক ক্যারিবাগের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। তারপর বাসিন্দাদের দাবি তার পর দীর্ঘদীন 
কেটে গেলেও সেই বিষয়ে শহর জুরে রাস্তায় নেমে কোন আন্দোলন নজরে পরেনি তাদের পখ্য  থেকে  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উল্লেখ্য  তৃণমূল কংগ্রেসের পুরসভা বোর্ড গঠনের আগে  আগে যখন কালিয়াগঞ্জ পুরসভার দায়িত্ব পেয়েছিল রায়গঞ্জ মহাকুমা শাসক সেই সময় পুর প্রশাসক হিসাবে রায়গঞ্জ মহাকুমা শাসক প্ল্যাস্টিক ক্যারিবাগ বন্ধে বেশ কিছু পদক্ষেপ  নেওয়ার  ফলে সেই  সময়  কেউ সাহস পেতেন না প্ল্যাস্টিক ক্যারিবাগ ব্যাবহার  করার  কিন্তু এখন  কালিয়াগঞ্জ পৌরসভার  শুধু মাত্র মাইকিং করা ছাড়া  জোরদার   কোন  বড় ধরনের অভিযান চালাছে না বলে অভিযোগ বাসিন্দাদের


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কালিয়াগঞ্জের বাসিন্দা শ্যামল রায় জানান,শহরে প্ল্যাস্টিক ক্যারিবাগ বন্ধের প্রয়োজন রয়েছেকয়েকদিন বাসিন্দাদের সমস্যা হবে ঠিক তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবেবাসিন্দারা জানান,পুরসভার সঙ্গে পঞ্চায়েত এলাকার অভিযান নামলেই পুরোপুরি বন্ধ হবে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ । তারা  জানান  পুরসভার পক্ষ্য থেকে মাইকিং করে ঘোষনার মাধ্যেমে মানুষকে  
সচেতন করা হচ্ছে ঠীকই কিন্তু তা লোক দেখানো মাত্র তা না  হলে এখনও  দেদার   সে প্ল্যাস্টিক ক্যারিবাগ  ব্যাবহার 
হয় কী করে । জোরদার কোন অভিযান নেই কেন ? তা  হলে  কী
সরসার মধ্যে ভুত লুকিয়ে আছে নাকি ? এমন
  মন্তব্য 
কালিয়াগঞ্জের  কিছু বাসিন্দা দের ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপতি বসন্ত রায় জানান খুব শীগ্রহ পুরপ্রধানের সঙ্গে আলোচনা করে অভিযানে নামা হবেএদিকে ব্যাবসায়ী সমিতির সম্পাদক সুনিল সাহা জানান,তারাও চান কালিয়াগঞ্জে পুরোপুরি ভাবে বন্ধ হোক প্ল্যাটিক ক্যারিব্যাগ তা না হলে  আগামি প্রজন্মের কাছে সমুহ বিপদ অপেক্ষা করছে তাই তিনি বলেন এব্যাপারে যদি আন্তরিক ভাবে পৌরসভা এগিয়ে আসে অভিযানের ব্যপারে তাহলে    ব্যাবসায়ী সমিতি সে ব্যাপারে  তাদের পুরোপুরী সহযোগীতা করবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রাজ্যের মুখ্যমন্ত্রী যখন  সারা রাজ্যে
গ্রিন সিটি বানানোর জন্য
 উদ্যোগ শুরু করেছে  ঠিক তখন কালিয়াগঞ্জের পুর  শহরে  প্ল্যাস্টিক ক্যারিবাগ  দেদারসে ব্যাবহার হওয়ার ফলে আগামী দিনে  এই শহরে গ্রিন সিটি প্রকল্পে  কতটা সাফল্য আসবে  তা   নিয়ে প্রশ্ন   দেখা 
দিয়েছে । তাই  কালিয়াগঞ্জ
 পৌরসভার উচিত এব্যাপারে এখনই 
কড়া পদক্ষেপ নেওয়া ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *