January 13, 2025

সেভ ড্রাইভ সেভ লাইফনিয়ে রেলির সূচনা করলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পিয়া গুপ্তা ঃসেভ ড্রাইভ সেভ লাইফনিয়ে  আজ উত্তর  দিনাজপুর
জেলার রায়গঞ্জ  শহরের শিলিগুড়ি  মোরে
 সদৃশ্য সচেতনতা মূলক ট্যাবলো  রেলির সূচনা করলেন জেলাশাসক অরবিন্দ কুমার
মিনা
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, আর টি এবং অতিরিক্ত পুলিশ সুপা্‌র  , ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান , রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ 
বিশ্বাস ,  
রায়গঞ্জ ট্রাফিক পুলিশের ওসি পিনাকি সরকার

এই সচেতনতা শিবিরে মোট ৫০০ মতো  সাধারণ পুলিশ কর্মী দের সাথে সাথে সিভিক ভলেন্টিযাররা  অংশ গ্রহণ করেন জানা যায়  গাড়ি চালানোর সময় যাতে মোবাইল ফোন চালকেরা ব্যবহার না করে সে বিষয়ে  যেমন প্রচারে জোর দেওয়া হয়েছে  তেমন ই  পাশাপাশি হেলমেট যে দুর্ঘটনার হাত থেকে প্রাণ বাঁচাতে পারে সে বিষয়েও সচেতনতা তৈরি এই ট্যাবলো রালির লক্ষ্য সেভ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচিতে পথদুর্ঘটনা অনেকটাই কমানো গেছে এমনটাই জানান  সকলেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *