উত্তরবঙ্গের পড় দক্ষিণবঙ্গে আত্যহত্যা কাটগোঁয়ার সোশ্যাল মিডিয়ায় প্রেম
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় দাস: সোশ্যাল মিডিয়ায় পরিচয় মানে সব থেকেই বেশি জনপ্রিয় ফেসবুক, বেশির ভাগ ছেলে মেয়েকে দেখা য়ায় রাত-দিন প্রেমে রসগোল্লা ভাসছে আসলে কম বয়সের ছেলে মেয়েরা হাতের মুঠোয় পাচ্ছে স্মাটফোন ফলে অনায়াসেই য়ুক্ত হচ্ছে ইন্টারনেটের দুনিয়ায় তারপর ভালোবাসার সম্পর্ক।গভীর থেকে গভীরতর হচ্ছে সেই ভালোবাসার সম্পর্কের য়ুক্ত হচ্ছে তার পর সেই সম্পর্কে কেউ বা বাছে নিচ্ছে আত্যহত্যা এমনি নজীরবিহিন ঘটনা ঘটেছে খাস কোচবিহারের পড় কলকাতার বারাসাত ।ভালোবাসা টানাপোড়েনের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবতী দেবলিনা সরকার (২৩)।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দুই নম্বর কিশোর সংঘ এলাকায়।মৃতার পরিবার সূত্রে জানা য়ায় দেবালনা নামে ওই কিশোরী দীর্ঘদিন ধরে শুভঙ্কর পালে নাম এক যুবকের সাথে ভালোবাসা সম্পর্কে আবদ্ধ ছিল, আরো জানা য়ায় সোসাল মিডিয়া মারফতে তাদের পরিচয়। এই দিন মাঝ রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে কথা বলে ওই কিশোরী জানা য়ায় তার মোবাইল ফোনেত সুত্রে।জানা য়ায় প্রতি দিনের মতো রাতের নৈশ্যভোজন করে সবাই নিজের ঘরে চলে য়ায়, তার কিছু পরে সম্ভবত মাঝ রাতে ঘরের বারান্দায় গিয়ে ওরনা দিয়ে ঝুলে আত্মহত্যা করে । সেই অবস্থায় সকালে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই মৃত বলে ঘোষনা করে। এই মর্মাহত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচ্ছায় পুলিশদেহটি ময়নাতদন্ত করার জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ গিয়ে মেয়েটির মোবাইল ফোন উদ্ধার করে থেকে ওই যুবকের নাম পরিচয় জানা ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});