জমী দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল চোপড়ার কুমারটোল গ্রামে
1 min read
জয়দেব গোপ চোপড়া ২৩জুলাই:জমী দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল চোপড়ার কুমারটোল গ্রামে। লাঠি শোটা দা নিয়ে লড়াইয়ের ফলে দুই পক্ষের মধ্যে অন্তত ৬-৭জন জখম হয়েছে বলে জানা গেছে ।আহতরা দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে ।গুরুতর আহতদের উওর বঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ ঘটনাস্থল ছুটে গেছেন ।স্থানীয় সূত্রে জানা যায় ,কুমারটোল গ্রামের দূরগা মন্ডল ঘর বানাতে যায় তার চা বাগানের জমিতে ।তাকে বাধা দেয় অন্য দাবীদার অনিল মন্ডল ।এর পর বাত বিতন্ডা ও মারামারি শুরু হয় ।দু পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর জখম হয় অন্তত ৬-৭জন।পুলিশ তদন্ত শুরু করেছে ।এবং ঘটনাস্থল পুলিশি টহল রয়েছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});