রক্ত দান জীবন দান
1 min read
সুবল গোপ বিধান নগর 25 জুলাই। রক্ত দান জীবন দান ।এই স্লো গানকে সামনে রেখে বিধান নগর শান্তি পারা নবাংকুর সংঘের আয়োজনে বুধবার অনুষ্ঠিত হল এক রক্ত দান শিবির। শিবিরে মোট 51 জন সেচছায় রক্ত দান করেন। তার মধ্যে 27 জন মহিলা বলে জানান রক্ত দান শিবির এর আয়োজক ক্লাব সম্পাদক উতপল ঘোষ। উপস্থিত ছিলেন প্রধান টুলটুলি সরকার এবং উপ প্রধান পিযুস সিংহ ;সমাজ সেবী বাপন দাস ঝর্না সরকার প্রমুখ। অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন শিলিগুরি পুর সভার বিরোধী দল নেতা কাজল ঘোষ মহাশয়। বাপন বাবু জানান রক্ত দাতাদের পরতেক কে একটি করে গাছের চারা দেওয়া হয়।সংগৃহীত রক্ত উওর বংগ মেডিকেল কলেজের বালাড বেংকে পাঠানো হয়েছে।