জেলা সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামলো বিজেপি যুব মোর্চা
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট):-25শে জুলাই:-জেলা সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামলো বিজেপি যুব মোর্চা l আজকে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে, বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার মহাশয়কে নিঃশর্ত জামিনের জন্য বালুরঘাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠীত হল৷ যুব মোর্চার এই মিছিল কে আটকানোর জন্য পুলিশি আয়োজন ছিল ব্যপক ও চোখে পড়ার মতো৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ প্রায় 3000 জন যুব মোর্চার কার্য্যকরতা এই মিছিলে অংশগ্রহণ করে৷ এবিষয়ে যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক অমিত খটিক জানান,”বুনিয়াদপুরের পরে আজকে বালুরঘাটে আমাদের এই প্রতিবাদ মিছিল হল।শুভেন্দু দার হয়ে আমরা সবাই বাইরে এই লড়াই লড়ব,শুভেন্দু দার উপর অত্যাচার মানে আমাদের সবার উপর অত্যাচার।উনি নিজেকে নির্দোষ প্রমাণ করে সকল চক্রান্তের জাল ছিন্ন করে ফিরে এসে আবার আমাদের নেতৃত্ব দেবেন,তাঁকে সামনে রেখেই শাসককের বিরুদ্ধে বিজেপির লড়াই জারি থাকবে।তার অবিলম্বে মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল৷”আজকে বিজেপি এবং যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ এই প্রতিবাদ পদযাত্রায় অংশগ্রহণ করে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার,বিজেপির যুবমোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্ত ,এছাড়াও অমিত খটিক,মিঠু মহন্ত,শুভ্রজিত চক্রবর্তী,বিভাস সরকার সহ বালুরঘাট মহকুমার সকল মন্ডল যুব মোর্চার সভাপতিগন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});