January 12, 2025

বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল কবে পাবে সাধারন মানুষ, প্রশ্ন কালিয়াগঞ্জ পুরসভার কাছে পৌর নাগরিকদের ?

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- উত্তর  দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত    কালিয়াগঞ্জ পুরসভা মার্চ  মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বাড়ি বাড়ি
পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে পারল না। ফলে
এনিয়ে শহরবাসী ও বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষোভ জমছে। যদিও পুরসভা দাবি
করেছে কিছু দিনের  মধ্যে তারা বাড়ি বাড়ি
পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে।
কালিয়াগঞ্জ 
পুরসভার ভাইস  চেয়ারম্যান
বসন্ত  রায়  বলেন
, আমাদের পানীয় জল প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। এখন সামান্য কিছু প্রক্রিয়া
অবশিষ্ট আছে। আশা করছি
, দুই  মাসের মধ্যে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে
পারব। কালিয়াগঞ্জের  বিধায়ক  প্রমথ 
নাথ  রায় বলেন
, নেক দিন  আগে থেকেই  শুধু 
শুনেই  যাচ্ছি  পানীয় জল প্রকল্প পুরসভা কর্তৃপক্ষ চালু করবে ।
কিন্তু পরিষেবা চালু হওয়ার কোনও লক্ষণই দেখছি না। যারা বোর্ডে রয়েছে তারা জানেই না
কবে পুরবাসীর বাড়িতে জল পৌঁছে দিতে পারবেএবছর মার্চ এর মধ্যে   পুরসভা শহরবাসীকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে
দেওয়ার আশ্বাস দিয়েছিল। পুরসভা কর্তৃপক্ষ বলেছিল, মার্চ 
মাসের মাঝামাঝিতে বাসিন্দারা বাড়িতেই পানীয় জল পাবেন। এটা জানার পর
শহরবাসী জল পাওয়ার অপেক্ষায় ছিল। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কিন্তু জুলাই 
মাস শেষ হতে চললেও প্রকল্প চালু না হওয়ায় বাসিন্দাদের মধ্যে হতাশা তৈরি
হয়েছে। এনিয়ে অনেকেই পুরসভার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন।  বাসিন্দারা বলেন
, পুরসভা 
ক্ষমতায় আসার পর  প্রথমে শহরে পানীয়
জল প্রকল্প চালুর বিষয়ে বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনও  কাজ অনেকটা বাকি থাকায় তা চালু করতে
পারেনি।  ফলে  সেই প্রতিশ্রুতি পুরসভা পালন করত পারল না। তবে
পুরসভার দাবি
, রিজার্ভার তৈরি
থেকে মেশিন বসানো কিংবা রাস্তা খুঁড়ে জলের পাইপ লাইন বসানো সব কাজই হয়ে গিয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে
, জল সরবরাহের
দায়িত্ব কোনও একটি সংস্থাকে দেওয়া হবে। এজন্য টেন্ডার ডাকা হয়েছে। এই প্রক্রিয়াটি
সম্পূর্ণ হলেই জল পরিষেবা চালু হয়ে যাবে।কালিয়াগঞ্জের সিপিএম এর সম্পাদক  দেবব্রত সরকার 
জানান
,  বর্তমানের এই পুরসভা কতৃপক্ষ  প্রতিশ্রুতি দেবার মাস্টার । কাজ হোক  না হোক ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




 কবে থেকেই শুনে আসছি পরিশ্রুত পানীয়
জল পৌঁছে যাবে  মানুষের বাড়ি বাড়ি । কিন্তু
আজ ও পোঁছাল না ।অবিলম্বে যদি চালূ  না হয়
তা হলে  সিপিএম আন্দলনে নামবে। এদিকে
বিজেপির জেলা  জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী
বলেন কালিয়াগঞ্জ পুরসভায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি
দিয়েও তা পূরণ করতে পারল না। এরা মানুষ কে প্রতিশ্রুতি  দিতে ভালবাসে ।কাজ করতে  নয় । কাজ যদি করত তাহলে  অনেকদিন আগেই এই প্রকল্পের কাজ   শেষ 
হয়ে যেত  । তিনি বলেন অবিলম্বে
যদি  মানুষ পানীয় জল না পায় তাহলে তারা
আন্দলনে নামবে। উল্লেখ্য ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পে
জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন তহবিল থেকে কালিয়াগঞ্জ পুরসভার জন্য ১১ কোটি ৬৭
লক্ষ টাকা বরাদ্দ করে ।





 রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ারিং বিভাগের
উদ্যোগে প্রকল্পের কাজ শুরু হয়। আজ ২০১৮ সাল
, নয় বছরের পালা বদলে বর্তমানের তৃনমূল কংগ্রেস
পরিচালিত কালিয়াগঞ্জ পৌর প্রশাসন প্রতিশ্রুতি পালনে ব্যার্থ হয়েছেন পরিশুদ্ধ
পানীয় জল সরাবরাহে। বিভিন্ন ওয়ার্ডের পৌর নাগরিকবৃন্দ বলেই ফেললেন বিশুদ্ধ
পানীয় জলের আগে এবারের বর্ষায় ড্রেনের জল না খেতে হয়।  ওই প্রকল্পে শহরের উত্তর চিড়াইল
, ধনকল ও শিমুলতলা এলাকায় মোট ৫ লক্ষ গ্যালন
জলধারণের ক্ষমতা সম্পন্ন তিনটি রিজার্ভার তৈরি করা হয়।এর পর কাজের গতি থমকে যায়।
ফলে  আজ ও কালিয়াগঞ্জের বাসিন্দারা জানেন ই
না কবে তারা জল পান করতে পারবেন । জানা যায় 
উত্তর দিনাজপুর জেলার ৮২শতাংশ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত।ফলে
কালিয়াগঞ্জের  অধিকাংশ বাসিন্দাদের
টিউবওয়েল অথবা কুয়োর জল দিয়েই পানীয় জলের প্রয়োজন মেটাতে হচ্ছে। এর ফলে শহর বাসী
কে   সারা বছর ধরে জলবাহিত নানারোগে ভুগতে
হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *