ইসলামপুর থানার খবরগাও গ্রামে বোমা ফেটে গুরুতর আহত
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেবব্রত চক্রবর্তী নির্ণিয়মান বাড়িতে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হল এক নাবালক।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাও গ্রামে।আহত নাবালকের নাম মহঃ আদলাম।আহত নাবালক কে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে ইসলামপুর থানার পুলিশ।এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।জানাগেছে,খবরগাও গ্রামে মহঃ আদলাম বাড়িতেই খেলা করছিল।সেখানেই একটি পাকা বাড়ি তৈরীর কাজ চলছিল।বালির ভিতরে রাখা ছিল এই বোমটি।বালিতে খেলা করা সময় বিকট শব্দে এলাকা কেপে ওঠে।সেই বোমাতেই আহত হয় আদলাম।আহত আদলামকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।কিভাবে এই বোম টি এখানে এল পুলিশ তা খতিয়ে দেখছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});