নদী ও পরিবেশ বাঁচাও কমিটির দাবি অনুযায়ী উত্তর দিনাজপুর জেলা প্রশাসন শ্রীমতী নদীর সংস্কারের কাজে সবুজ সংকেত দিল
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির ডেপুটেশনের জেরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন অবশেষে শ্রীমতী নদীর সার্বিক সংস্কারের সিদ্ধান্ত নিয়ে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিককে সবুজ সংকেত দিল অতিরিক্ত জেলা শাসক এক নির্দেশের মাধ্যমে।
এই নির্দেশের কপি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অতিরিক্ত জেলাশাসক কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির সভাপতিকে দেবার সাথে সাথে রায়গঞ্জের মহকুমার মহকুমা শাসক,সেচ দপ্তরের ইঞ্জিনীযার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকেও তার নির্দেশের কপি পাঠিয়ে দিয়েছে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির দাবিকে মেনে নেওয়ায় কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে ধন্যবাদ জানিয়েছেন কমিটির অন্যতম উপদেষ্টা তথা নদী ও পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অর্বিন্দ কুমার মিনাকে অভিনব্দন জানিয়েছেন অবসর প্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক তথা নদী ও পরিবেশ বাঁচাও কমিটির অন্যতম উপদেষ্টা জয়দেব সাহা।অভিনন্দন জানিয়েছেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসূন দাস ও দেবাশিস ব্রহ্ম।উভয়েই জানান সরকার থেকে শ্রীমতী নদীর সংস্কারের সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে তা অভিনন্দন যোগ্য।সংগঠনের যুগ্ম সহ সম্পাদক ডঃ কাঞ্চন দে ও ভানু প্রতাপ শর্মা জানান জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত কালিয়াগঞ্জ তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের আর্থিক উন্নয়নের সাথে পরিবেশ দূষণ রোধে সাহায্য করবে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জ্যাকারিয়া এক প্রশ্নের উত্তরে জানান তিনি জেলা প্রশাসনের কাছ থেকে এমজিএন আর ই জিএস প্রকল্পের মাধ্যমে শ্রীমতী নদীর সংস্কারের ব্যাপারে একটি চিঠি পেয়েছেন।প্রাথমিকভাবে ব্লকের সহায়তায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে শ্রীমতী নদীর দুই তীরে বৃক্ষ রোপনের কাজ দিয়েই এই কাজ শুরু করবেন বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});