January 12, 2025

তৃণমূল কংগ্রেস মানে কী? কবিতা লিখে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা

1 min read


মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা প্রেম কারও অজানা নয়। রাজনীতির মানুষ হলেও তিনি সুযোগ পেলেই কবিতা লেখেন।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সব সময়েই চর্চার বিষয় হয়। সম্প্রতি সেটা অনেক গুণ বেড়েছে। মোবাইল থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাঁর লেখা বিভিন্ন ছড়া। কিন্তু রাজনীতিক মমতা রাজনীতি নিয়েও কম কবিতা লেখেননি।
পড়ুন সেই কবিতা—
তৃণমূল মানে
তৃণমূল মানে এসেছে সুদিন, দুঃশাসনের প্রতিকার;
তৃণমূল মানে রাম আর রহিম,
শিখ-খ্রিস্টান একাকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তৃণমূল মানে পেট ভরে ভাত,
খাদ্য-সাথীর আহ্বান,
তৃণমূল মানে সবুজ সাথীতে;
কন্যাশ্রীর জয়গান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তৃণমূল মানে ছাত্র-যৌবন।
যুবশ্রীর নতুন সকাল
তৃণমূল মানে সুষম স্বাস্থ্য,
বিনাপয়সায় হাসপাতাল।
তৃণমূল মানে রায়বেঁশে ছৌ
মাটির গন্ধে বাউল গান;
তৃণমূল মানে কৃষকের ঘরে;
স্বপ্নে বোনা সবুজ ধান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তৃণমূল মানে ‘এগিয়ে বাংলা’,
শিল্প, শিক্ষা, সংস্কৃতি
তৃণমূল মানে চার বছরেই
পূর্ণ সকল প্রতিশ্রুতি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

7 thoughts on “তৃণমূল কংগ্রেস মানে কী? কবিতা লিখে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা

  1. See the Viagra precautions section below tadalafil generic vs cialis He rode his horse lightly and went south along the Caihe River, and Liu Chengyou said to Wang Pu who was following him Qiwu, I still remember that when I went to Ruiling in Xuzhou from the former Emperor cheap ed meds online Zigong and returned north, I returned to Beijing along this road

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *