এমন বন্ধু আর কে আছে, তোমার মতো মিস্টার………
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জয়ন্ত বোস, বর্তমানের কথা প্রতিবেদনের শিরোনাম পঞ্চাশ দশকের একটি বিখ্যাত বাংলা ছবির গানের কলি যা এখনও বয়স্ক মানুষদের গুন গুন করে গাইতে শোনা যায়। ১৯৫৯ সালে বাংলা চলচ্চিত্র জগতে মুক্তি পেয়েছিল অনিল চট্টোপাধ্যায় এবং সুচিত্রা সেন অভিনীত সিনেমা ” দ্বীপ জ্বেলে যায় ” আর ঐ ছবির বিখ্যাত গান ” এমন বন্ধু আর কে আছে, তোমার মতো সিস্টার“। কিন্তু একটি খবরের প্রতিবেদন লিখতে গিয়ে প্রতিবেদনের শিরোনামে গানের কলিতে “সিস্টারের” জায়গায় ” মিস্টার ” মিশ্রনে শিরোনাম টি উপস্থাপিত হলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ প্রেস ক্লাব। সাংবাদিকতার বিকাশ ও উৎকর্ষ সাধনের মানসে কতিপয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীর ঐকান্তিক আগ্রহ ও পৃষ্ঠপোষকতায় যাত্রা আরম্ভ করে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব। কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় গড়ে উঠে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের ঘড়। ছোট্ট পরিসরে এই প্রেস ক্লাব সাংবাদিকদের সম্মিলন স্থল। নানা মত, পথ, চিন্তা, দৃষ্টিভঙ্গি, বহুদলীয় গনতান্ত্রিক সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল কালিয়াগঞ্জ প্রেস ক্লাব। প্রেস ক্লাব সাংবাদিকদের মধ্যে সম্পর্কের সেতু হিসাবেও কাজ করে। বিভিন্ন সময়ে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে ছিলেন অনেক সাংবাদিক বন্ধুরা। এই প্রেস ক্লাবের সবচেয়ে বয়স্ক , অভিঞ্জ, দীর্ঘদিন এই পেশায় থাকা সংস্কৃতি মনোভাবাপন্ন সাংবাদিক তপন চক্রবর্তী। বর্তমানে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক সুচন্দন কর্মকার। এই ছোট্ট পরিসরের প্রেস ক্লাবের উন্নয়নে হাত বাড়িয়ে দিয়েছেন ঐ যে ” এমন বন্ধু আর কে আছে , তোমার মত মিস্টার ” – মিস্টার বন্ধু কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি , পৌর এলাকার বর্তমানের উন্নয়নের সৈনিক কার্তিক পাল। কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়ন বর্তমান সম্পাদকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রেস ক্লাবের বন্ধু মিস্টার পৌরপতির সহযোগিতায় শুরু হতে চলেছে এক অভিনব রূপে দ্বিতল কনস্ট্রাকশনের মধ্য দিয়ে যা আগামীদিনে সকল সাংবাদিক ও সংস্কৃতি মনোভাবাপন্ন বন্ধুদের এক মিলনায়তনের মিলনস্থলে পরিনত হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});