January 12, 2025

রায়গঞ্জ পুরসভা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পেল

1 min read

          


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর জেলার   রায়গঞ্জ
পুরসভা ট্রমা
কেয়ার অ্যাম্বুলেন্স পেল  অত্যাধুনিক জীবনদায়ী
সরঞ্জামে সজ্জিত
  পরিবহন
দফতর থেকে
অ্যাম্বুলেন্সটি নিয়ে
আসার জন্য
আমন্ত্রণ জানিয়ে
একটি চিঠি
এসে পৌছায় মঙ্গলবার রায়গঞ্জ
পুরসভার চেয়ারম্যানের কাছে
রায়গঞ্জ
পৌরসভার
চেয়ারম্যান
সন্দীপ
বিশ্বাস
জানান, মঙ্গলবার
পরিবহন
দফতর থেকে
অ্যাম্বুলেন্স
প্রদানের
জন্য একটি
আমন্ত্রণ
পত্র পেয়েছি।
পৌরসভার
পক্ষ থেকে
প্রতিনিধি
কোলকাতায়
যাবে অ্যাম্বুলেন্সটি
নিয়ে আসতে।
অ্যাম্বুলেন্সটি
রক্ষনাবেক্ষন
থেকে শুরু
করে সমস্ত
দায়দায়িত্ব
পৌরসভার
ওপরে থাকবে।
আশা করি
এই অ্যাম্বুলেন্সটি
এলে জেলাবাসীর
অনেক উপকার
হবে  আগামীকাল  রায়গঞ্জ পুরসভার পক্ষ
থেকে এক
প্রতিনিধি দল
কোলকাতার উদ্দেশ্যে রওনা
দেবেন  এই
অ্যাম্বুলেন্সটি আনতে
জানা যায় সড়ক দুর্ঘটনাজনিত চিকিৎসা
আরো উন্নতভাবে করা যাবে অ্যাম্বুলেন্সটি জেলায়
এলে অতি
সহজে কোলকাতা
বা শিলিগুড়িতে
চিকিৎসার
জন্য নিয়ে
যাওয়া হবে অত্যাধুনিক
সরঞ্জামে
সজ্জিত
অ্যাম্বুলেন্সে
করে রোগীদের
সারা
রাজ্যে
দুর্ঘটনাজনিত
মৃত্যু
ঠেকাতে
অভিনব এই উদ্যোগ রাজ্য
সরকারের ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *