দলীয় রালিকে ঘিরে মালদা শহরের পথে মুখোমুখি বিজেপি-তৃণমূল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এপ্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্র বলেন,”আমাদের আজকের এই আন্দোলনে তৃণমূলের মিছিল থেকে আমাদের সাথে গণ্ডগোল করার চেষ্টা করে।আমাদের কর্মীরাও উৎসাহের সঙ্গে স্লোগান দিয়েছে।তারপরই তৃণমূল পালিয়েছে।তৃণমূলকে মনে রাখতে হবে সঞ্জীব মিশ্রের নেতৃত্বে মালদা বিজেপি এখন লড়ছে।তৃণমূলের সাথে মোকাবিলা করবে।আমাদের ওপর আক্রমণ করার ইচ্ছা ছিলো, কিন্তু বিজেপি এখন পালাবে না,তৃণমূলের মোকাবিলা করবে।তৃণমূল আমাদের সাথে কোথাও দাঁড়াতে পারবে না।পাঁচ মিনিটে গুটিয়ে দিবো তৃণমূলকে আমরা”।
তারপর পাল্টা মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি দুলাল সরকার।এদিন তিনি বলেন,”শিলচরে আমাদের নেতৃত্বকে হেনস্তার প্রতিবাদের আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে আজ ও আগামী কাল কালো দিবস পালন করছি।আসামের সেই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো।বিজেপির জেলা সভাপতি পদে যে রয়েছে তার তো তিন দিন হলো জন্ম হয়েছে।কে কি বললো তা নিয়ে আমরা ভাবি না।বিজেপির ওই ছোটখাটো মানুষের কোথায় কান দিয়ে হিরো হতে দিবো না।এই সব লোকেরা আগামী দিনে থাকবেই না।পশ্চিমবাংলার মানুষের হিরো মমতা বন্দ্যোপাধ্যায়”।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});