January 12, 2025

কালো দিবস

1 min read

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাহুল রায়, পূর্ব বর্ধমানবিজেপিশাসিত অসমের শিলচর বিমানবন্দরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের  সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের হেনস্থা ও নিগ্ৰহের প্রতিবাদে কালো দিবস পালিত হলো, শনিবারদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজ  কালাদিবস উপলক্ষে   বর্ধমান শহরে মহা মিছিল আয়োজন করা হয় এই মহা মিছিলটি   শুরু হয় বর্ধমান   টাউন হলে  থেকে আর মহা মিছিলটি শেষ হয় উত্তর  ফটকে মহা  মিছিলটি শেষে হয়।  মহা মিছিলের শেষ উওর ফটকেএকটি পথসভায় করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুপ দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামানিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ দাস, পূর্ব বর্ধমান পৌরসভা কাউন্সিলর খোকন দাস, সুশান্ত প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মহা মিছিল প্রচুর তৃনমূল কংগ্রেসের কর্মীরা পা মেলায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *