কালিয়াগঞ্জে চ্যাম্পিয়ান লিগ নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফুটবল খেলার উদ্বোধন করে তিনি বলেন আজ থেকে আট দিন ধরে কালিয়াগঞ্জে যে ফুটবল খেলা চলবে তার ধারণা এই খেলার মধ্য দিয়ে গ্রাম বাংলার বেশ কিছু প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের আমরা খুঁজে পাবো।আমাদের উদ্দেশ্যই হবে প্রতিভাবান খেলিয়ার দের খুঁজে বের করা।তিনি বলেন সারা বছর ধরে খেলাধুলার আয়োজন করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অর্থের কোন অভাব হবেনা।লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট।স্বর্গীয়া কমলা রানী ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ান ও রানার্স ট্রফি।পরিচালনায় রুদ্রবীনা ক্লাব।এই চ্যাম্পিয়ান লিগের শুভ উদ্বোধক করেন উত্তরবঙ্গ ক্রীরা দপ্তরের সদস্য মাননীয় অশীম ঘোষ মহাশয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার মাননীয় শংকর কুন্ডু এছাড়াও রুদ্রবীণা ক্লাবের সম্পাদক তরুণ গুহ। এই চ্যাম্পিয়ন লিগে মোট আটটি টিম অংশগ্রহণ করে।১) নসিরহাট সুকান্ত স্মৃতি চক্র, ২)ভান্ডার একাদশ ৩)স্কুল মাঠ একাদশ ৪)রতন নিউ সাংস্কৃতিক সংঘ, ৫)বালা বন্দ আদিবাসী কোচিং ক্যাম্প,৬) মুস্তাফা নগর স্পোটিং একাডেমী,৭)প্লে ওয়ার্ড ফুটবল কোচিং ক্যাম্প,৮)ভেলাই মরনিং একাদশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই চ্যাম্পিয়ন লীগ টুর্নামেন্ট আট দিন ব্যাপী চলবে।রুদ্রবিনা প্লে ওয়ার্ল্ড ফুটবল কোচিং ক্যাম্পের সম্পাদক তরুণ গুহ বলেন এই টুর্নামেন্টে মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করবে।আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মোট দুটি দল যথাক্রমে ভান্ডার একাদশ বনাম নসিরহাট সুকান্ত স্মৃতি চক্র এবং রাতন নিউ সাংস্কৃতিক সংঘ বনাম স্কুল মাঠ একাদশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});