ঝারখন্ড রাজ্যের পর্যবেক্ষক ভরতেন্দু কুমার দক্ষিণ দিনাজপুর জেলাতে এলেন
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)5ই আগস্ট:-আগামী 11ই আগস্ট ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে কলকাতা চলো কার্যক্রমকে সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলাতে এলেন ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক এবং ঝারখন্ড রাজ্যের পর্যবেক্ষক ভরতেন্দু কুমার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী 11 তারিখের কার্যক্রম কে সামনে রেখে যুব মোর্চার বিভিন্ন সর্বভারতীয় নেতা বিভিন্ন জেলাতে প্রবাসে এসেছেন।সাংগঠনিক দিক থেকে রাজ্যের মধ্যে অন্যতম সেরা জেলা হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলা রাজ্য যুব মোর্চার নেতৃত্বের কাছে বারেবারেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল,এবারে সংগঠনকে আরও শক্তিশালী এবং মজবুত করতে 11 তারিখের কার্যক্রমকে পাখির চোখ করেছে রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই বিষয়ে জেলা যুব মোর্চার অন্যতম সাধারণ সম্পাদক অমিত খটিক জানান,”আগামী 11তারিখের কার্যক্রমকে সামনে রেখে জেলা,মন্ডলের মিটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।এখন প্রচার,মিছিল,সভা,দেওয়াল লিখনের কাজ চলছে।সেই কাজে গতি আনার জন্য এবং সংগঠনের আরও বিস্তারের জন্য এই জেলাতে সর্বভারতীয় সম্পাদক এসেছেন।আমাদের বিশ্বাস উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাতে যুবকেরা এই জেলা থেকে কলকাতাতে যাবেন।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});